Speech, melody and protest Zillur Rahman SohagRelease Date July 19, 2024 Lyrics: তোমার ছুঁড়ে দেওয়া বুলেট বুকে নিয়ে পাখিরা উড়েছিল কাল আকাশে, পোড়া শহরের বুকে ঝরিয়ে গোলাপ বৃষ্টি মুক্তির শিহরণ জেগেছিল বাতাসে।। ও প্রধান, তোমাকে বলছি শোনো, এই পাখি হত্যার দায় নিয়ে ঘুমোতে পেরেছো কি সারারাত? নাকি ষড়যন্ত্র- ষড়যন্ত্রের নামে খুঁজে নিলে দায় এড়ানোর অজুহাত? পাখিরা তো মরে গেলো খাঁ খাঁ হল বনতল, গান শুধু রেখে গেলো মগজের কোষে, শয়নে স্বপনে শুনি সেই গান বারবার প্রতিশোধ জেগে ওঠে প্রতি নি:শ্বাসে। ও প্রধান, তোমাকে বলছি শোনো, এতো প্রতিশোধ বুকে নিয়ে ঘুমোতে পারি না সারারাত, তোমাকে কি করে করি ক্ষমা? আমার তো নেই অজুহাত।।
Read More
Song:ছাত্র আন্দোলনের গানPublished on July 19, 2024 Verse 1 তোমাদের চোখে জাগে স্বপ্নের আলো বাংলাদেশের মাটিতে, নতুন প্রভাতের গান ছাত্র আন্দোলনে জাগছে প্রতিবাদের ধ্বনি সত্যের সন্ধানে তোমাদের সংগ্রাম। Chorus ছাত্রদের কণ্ঠে প্রতিবাদের সুর বাংলার পথে পথে জাগে ন্যায়ের নূর তোমাদের সাহসে জ্বলে নতুন দীপ ছাত্র আন্দোলনের গান, মুক্তির শিখা। Verse 2 শিক্ষার দাবি, সমতার রঙে তোমাদের পথ চলা সাহসের ঢঙ্গে অন্যায়ের বিরুদ্ধে শক্তি হাতে ধরে ছাত্র আন্দোলন, প্রতিবাদের স্বরে। Chorus ছাত্রদের কণ্ঠে প্রতিবাদের সুর বাংলার পথে পথে জাগে ন্যায়ের নূর তোমাদের সাহসে জ্বলে নতুন দীপ ছাত্র আন্দোলনের গান, মুক্তির শিখা। Bridge তোমাদের পদক্ষেপে জাগে নতুন আশা শিক্ষার আলোতে ভরে উঠুক এই দেশ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠুক প্রাণ ছাত্র আন্দোলনের গান, স্বাধীনতার ডাক। Chorus ছাত্রদের কণ্ঠে প্রতিবাদের সুর বাংলার পথে পথে জাগে ন্যায়ের নূর তোমাদের সাহসে জ্বলে নতুন দীপ ছাত্র আন্দোলনের গান, মুক্তির শিখা। Outro তোমাদের স্বপ্নে জাগে নতুন দিন বাংলার মাটিতে ছড়াক শিক্ষার সুগন্ধি ছাত্র আন্দোলনের পথ ধরে এগিয়ে চলো সত্য ও ন্যায়ের পানে তোমাদের প্রণাম।
Read More
সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠাকাল N/A প্রতিষ্ঠাতা N/A বিবরণ ভাববৈঠকি একটি সাংস্কৃতিক সংগঠন যেখানে দেশ এর রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা বৈঠক কর্মসূচী হয়ে থাকে। ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয় ছবি গ্যালারীঃ ভিডিও গ্যালারীঃ
Read More
Release Date July 18, 2024Composed and performed by Rain Khalil Lyrics: এটাই যদি বাংলাদেশ, আমি জিগাই আর কত? উত্তর তোগো জানা নাই, প্রশ্ন করুম আর কত? এটাই যদি বাংলাদেশ, আমি জিগাই আর কত? তোগো অস্ত্রে ধার নাই, আমগো মুখে ধার যত।। কীসের আবার লীগ বেটা, তুই হইলি রাজাকার প্রজার বুকে গুলি করস, তুই আবার রাজা কার?! রাজপথে যুদ্ধ লাগসে, রক্তগুলো তাজা কার? সরকার এখন দেশ চালায় না, সরকার এখন স্বৈরাচার। ৫২-তে শহীদ হইসে, আমরা দেখসি ২৪-এ ২১ যদি মনে রাখি, কেমনে ভুলুম ১৬ রে! দেশে শুধু লোক মরে নাই, মরসে দেশের মেধা রে কষ্ট কইরা পড়সে ভাই, ক্যান মারল আমার সাঈদরে! এটাই যদি বাংলাদেশ, আমি জিগাই আর কত? উত্তর তোগো জানা নাই, প্রশ্ন করুম আর কত? এটাই যদি বাংলাদেশ, আমি জিগাই আর কত? তোগো অস্ত্রে ধার নাই, আমগো মুখে ধার যত।
Read More
Release Date: July 18, 2024Published by Restive Channel Verse ইনসান হইয়া লাভ কি যদি না থাকে ইনসাফ আশরাফুল মাখলুকাত খোদায় কইরা দেক মাফ চোক্ষের সামনে আমার মায়ের ছেঁড়া জামা রাখে সাক্ষী মাটিতে আমি বহুদিনের নির্বাক। স্বপ্ন দেখি আমি পরিবর্তনের কিন্তু সিস্টেমে ভাসে লাশ বন্দি জনতা যদি নাই থাকে রাজ্যে মানবতা তাইলে রাজার সাথে কিসের আর সমঝোতা। মরি আমি বাইচা থাইকা প্রতিদিন যেন জিন্দা অসুর আমারে খায় প্রতিদিন সমাজে সাপ নাচে নিজের খেয়াল খুশি মতো সুযোগ পাইলেই দেয় ছোবল রাজা বাজাইলে বিন এক শিক্ষক ডাইকা করলো জিজ্ঞাসা আমি জীবনে কী হইতে চাই কইলাম হাইসা জীবনে কি হমু তার তো কোনো ঠিক নাই কিন্তু মরণে আমি শহীদ হইতে চাই। Chorus আসমানে লাল মেঘ ভাসতে থাক আমার এই জীবনে মরণ আসতে থাক স্লোগান ধরি আমি কণ্ঠস্বর ভাঙ্গতে থাক আমার ছাতিতে গুলির দাগ গুনতে থাক।। [আবু সাঈদের বোনের শোক-বিলাপ] Verse তোগো চোখ কই? চোখ থাকলে হুস কই? রক্তাক্ত রাজপথ আইন আছে বিচার কই? হাত ভরা রক্তে পরাধীন অঙ্গে কোন মাদারচোদ গুলি মারে আমারে আমারই বঙ্গে। নূর হোসেন ঘরে ঘরে কংক্রিটের নগরে জানের মায়া ভুইলা গিয়ে মৃত্যু আপনায় পাঁজরে শকুন যেমনে আমার ভাইয়ের মৃতদেহ গিলা খায় স্বাধীনতার গন্ধ আমারেও গিলা খায়। আর কতো জুলুম সইবো ছাত্রসমাজ আর কতো গুলি খাইবো ছাত্রসমাজ আর কতো লাশ হইবো […]
Read More
Written And Performed by CHEF-IQ Produced by BIHAN Mixed and Mastered by BIHAN Artwork: Sayeda Santa Lyrics: বাংলা মা মরে নাই রাজপথ ছাড়িস না প্রজারাই বানাইসে রাজা অগো হক মারিস না। নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নাড়িস না কালির হাতে গুলি দিয়া নিজের কাল আনিস না।। দুই পায়ে গেলো ফিরলো চাইর কান্ধে কেমনে সহপাঠীর পিঠে তুই লাঠি ভাঙ্গোস কেমনে। খালি মায়ের কোল তর কোল খালি হইবো এমনে বাংলার বাঘ বাকস্বাধীনতা হারায় যেমনে। দাবি করতে গেলে রাস্তা বন্ধ করতে হইবো ক্যা? রক্ত দিয়া সবুজ করলো আবার লাল হইলো ক্যা? বইনের গায়ে হাত কোন ভাইয়ে সইবো ক? হাসপিটালে ঢুইকা পিটায় পুলিশ খাড়ায় রইলো ক্যা? আলোর দেখা পাইবো কই হেলমেট পইরা থাকে এডি আগামী ভবিষ্যতের খাইসে মাথা কালো রাতে যেমনে ছাত্র মারসে এডি হানা দিয়া যেমনে পাক করতে গেসে ভাগ অমনি মানচিত্র কাটসে এডি। স্বৈরাচার সব সাইড হ ছাত্র লাগবো ফুটবল না লীগ এর থে বাইর হ। সিট বাঁচায় না পিঠ তর নোংরামির থে বাইর হ মতৃ লালের জবাব চাই দামাল যা হাতে পাবি লগে লইয়া বাইর হ। বাংলা মা মরে নাই রাজপথ ছাড়িস না প্রজারাই বানাইসে রাজা অগো হক মারিস না। নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নাড়িস না কালির হাতে গুলি দিয়া নিজের কাল আনিস না।। মেট্রিক পাস কইরা দেশের বাইরে যাবার […]
Read More