Speech, melody and protest Zillur Rahman SohagRelease Date July 19, 2024 Lyrics: তোমার ছুঁড়ে দেওয়া বুলেট বুকে নিয়ে পাখিরা উড়েছিল কাল আকাশে, পোড়া শহরের বুকে ঝরিয়ে গোলাপ বৃষ্টি মুক্তির শিহরণ জেগেছিল বাতাসে।। ও প্রধান, তোমাকে বলছি শোনো, এই পাখি হত্যার দায় নিয়ে ঘুমোতে পেরেছো কি সারারাত? নাকি ষড়যন্ত্র- ষড়যন্ত্রের নামে খুঁজে নিলে দায় এড়ানোর অজুহাত? পাখিরা তো মরে গেলো খাঁ খাঁ হল বনতল, গান শুধু রেখে গেলো মগজের কোষে, শয়নে স্বপনে শুনি সেই গান বারবার প্রতিশোধ জেগে ওঠে প্রতি নি:শ্বাসে। ও প্রধান, তোমাকে বলছি শোনো, এতো প্রতিশোধ বুকে নিয়ে ঘুমোতে পারি না সারারাত, তোমাকে কি করে করি ক্ষমা? আমার তো নেই অজুহাত।।
Read More
Song:ছাত্র আন্দোলনের গানPublished on July 19, 2024 Verse 1 তোমাদের চোখে জাগে স্বপ্নের আলো বাংলাদেশের মাটিতে, নতুন প্রভাতের গান ছাত্র আন্দোলনে জাগছে প্রতিবাদের ধ্বনি সত্যের সন্ধানে তোমাদের সংগ্রাম। Chorus ছাত্রদের কণ্ঠে প্রতিবাদের সুর বাংলার পথে পথে জাগে ন্যায়ের নূর তোমাদের সাহসে জ্বলে নতুন দীপ ছাত্র আন্দোলনের গান, মুক্তির শিখা। Verse 2 শিক্ষার দাবি, সমতার রঙে তোমাদের পথ চলা সাহসের ঢঙ্গে অন্যায়ের বিরুদ্ধে শক্তি হাতে ধরে ছাত্র আন্দোলন, প্রতিবাদের স্বরে। Chorus ছাত্রদের কণ্ঠে প্রতিবাদের সুর বাংলার পথে পথে জাগে ন্যায়ের নূর তোমাদের সাহসে জ্বলে নতুন দীপ ছাত্র আন্দোলনের গান, মুক্তির শিখা। Bridge তোমাদের পদক্ষেপে জাগে নতুন আশা শিক্ষার আলোতে ভরে উঠুক এই দেশ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠুক প্রাণ ছাত্র আন্দোলনের গান, স্বাধীনতার ডাক। Chorus ছাত্রদের কণ্ঠে প্রতিবাদের সুর বাংলার পথে পথে জাগে ন্যায়ের নূর তোমাদের সাহসে জ্বলে নতুন দীপ ছাত্র আন্দোলনের গান, মুক্তির শিখা। Outro তোমাদের স্বপ্নে জাগে নতুন দিন বাংলার মাটিতে ছড়াক শিক্ষার সুগন্ধি ছাত্র আন্দোলনের পথ ধরে এগিয়ে চলো সত্য ও ন্যায়ের পানে তোমাদের প্রণাম।
Read More
সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠাকাল N/A প্রতিষ্ঠাতা N/A বিবরণ ভাববৈঠকি একটি সাংস্কৃতিক সংগঠন যেখানে দেশ এর রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা বৈঠক কর্মসূচী হয়ে থাকে। ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয় ছবি গ্যালারীঃ ভিডিও গ্যালারীঃ
Read More