• আজ ভারী বৃষ্টিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তাঁরা সাড়ে পাঁচ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। পরে আন্দোলনকারীরা সন্ধ্যায় পরবর্তী তিন দিনের নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন।
  • নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম জানান, কাল শুক্রবার চার দফা দাবির ভিত্তিতে জনসংযোগ এবং সারা দেশের আন্দোলনকারীদের সঙ্গে কর্মসূচির বিষয়ে সমন্বয় করা হবে। শনিবার বেলা তিনটায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। রোববার সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে।
  • আজ ছিল টানা (১ জুলাই থেকে) আন্দোলনের চতুর্থ দিন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় ছাত্রলীগের নেতারা ফটকের বাইরে অবস্থান নেন। এতে আধা ঘণ্টা কোনো শিক্ষার্থী হল থেকে বের হতে পারেননি। পরে প্রশাসনের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়।
  • গতকাল রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সড়ক–মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে। অন্তত সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশ নেন।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেন। বৃষ্টির মধ্যে ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন ইসলামী বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধে তীব্র যানজট সৃষ্টি হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
  • শাহবাগে অবরোধ চলাকালে পাশেই পুলিশের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছিলেন। বিকেল পাঁচটার দিকে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়।
  • আন্দোলনকারীদের ছাত্রলীগের বাধা।
  • আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। আন্দোলনে যোগ দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য হল থেকে বের হতে ছাত্রলীগের বাধা পান। হুমকিও পেয়েছেন কেউ কেউ।
  • আজ বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পৃথক যৌক্তিক আন্দোলনে দলের নৈতিক সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
  • সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করেনি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ ‘নট টুডে’ বলে আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানানো হয়, পরের সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে।
  • এদিন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে এবং ঢাকায় শাহবাগ মোড় ৫ ঘণ্টা অবরোধ করে রাখে। ছাত্র সমাবেশ থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়।

নিউজ ক্লিপসঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট (প্রথম আলো)
চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা: হাইকোর্টের রায় স্থগিত হয়নি, আবেদনের শুনানি মুলতবি (প্রথম আলো)

সাড়ে ৫ ঘন্টা পর শাহবাগ মোড় ছেড়ে ছাত্রদের ধর্মঘটের ডাক (প্রথম আলো)

বৃষ্টির মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ (প্রথম আলো)

দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ (প্রথম আলো)

বৃষ্টির মধ্যেও শাহবাগ মোড় ছাড়েননি কোটাবিরোধী আন্দোলনকারীরা (প্রথম আলো)

জিরো পয়েন্ট অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ (প্রথম আলো)

কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ, চতুর্থ দিনের মতো মহাসড়ক অবরোধ (প্রথম আলো)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলন, আবার ট্রেন অবরোধ (প্রথম আলো)

বিক্ষোভ থেকে ছাত্র ধর্মঘটের ডাক (প্রথম আলো)

Student protests against quota intensify (New Age)

Anti-quota protests swell across univs (The Daily Star)


Read More
  • কোটাব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে। আজ বুধবার আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন। এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। স্লোগানের ফাঁকে প্রতিবাদী গানও পরিবেশন করা হয়, পাশাপাশি চলে বক্তব্যও। আন্দোলনের নেতৃত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম ও প্রাণিবিদ্যা বিভাগের সারজিস আলম বক্তব্য দেন।
  • রাস্তা ছাড়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আগামীকাল কোটা বাতিলের পরিপত্র বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের যে শুনানি রয়েছে, তার রায় যেন শিক্ষার্থীদের পক্ষে আসে। তাঁরা বেলা ১১টায় আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জমায়েত হবেন। আন্দোলনের আরেক নেতা সারজিস আলম বলেন, আপিলের শুনানি চলা পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন।
    আজ আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করেছেন। এর মধ্যে ময়মনসিংহে রেললাইনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতীবাজার মোড় সড়ক অবরোধ করেন। বেলা তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা।
  • বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
  • জনপ্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আদালতের আদেশ কী হয়, সেটা দেখে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
    কোটা বিরোধী আন্দোলনের সংবাদ পত্রিকার প্রথম পাতার প্রধান শিরোনাম উঠে আসে। 
  • সংসদে জি এম কাদের কোটা পদ্ধতির বিরোধিতা করেন, তিনি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা রাখা সংবিধানসম্মত নয় বলে মনে করেন। আজ বুধবার দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) সমাপনী ভাষণে জি এম কাদের এসব কথা বলেন।

নিউজ ক্লিপসঃ

কোটা বাতিলের দাবিতে আজও বিক্ষোভে শিক্ষার্থীরা (প্রথম আলো)
কোটা বতিলের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (প্রথম আলো)

কোটা বতিলের দাবিতে আবারও জাহাঙ্গীরনগরে বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ (প্রথম আলো)

কোটা পুনর্বহালের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ (প্রথম আলো)

শাহবাগ ছাড়লেন কোটা আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক (প্রথম আলো)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেন থামিয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ (প্রথম আলো)
কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ (প্রথম আলো)

Students continue blocking roads, highway (New Age)

ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন (প্রথম আলো)


Read More
নিউজ ক্লিপসঃ
Read More
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Read More
নিউজ ক্লিপসঃ
Read More
বেঁধে দেয়া সময় শেষে দাবি পূরণ না হওয়ায় কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা পরিপত্র পুনর্বহালসহ আরও কিছু দাবি আদায়ের লক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। ৪ জুলাই পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “৪ জুলাইয়ের মধ্যে আমাদের দাবির চূড়ান্ত সুরাহা করতে হবে এবং কোটাব্যবস্থার চূড়ান্ত ফয়সালা করা প্রয়োজন।” এদিন জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ১০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
Read More