Song: ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা Writter and Composer: Dwijendralal Ray Singer: Rahul Anand Band: Joler Gaan Concert: Jadavpur University Lyrics: ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এতো স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেতে আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুস্পে পুস্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার […]
Read More
Song: মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম Band: Dreek Lyrics: Nazrul Geeti Composer: Kazi Nazrul Islam (National Poet Of Bangladesh) Lyrics: মোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝর্ণার মতো চঞ্চলমোরা বিধাতার মতো নির্ভয়মোরা প্রকৃতির মতো স্বচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝর্ণার মতো চঞ্চলমোরা বিধাতার মতো নির্ভয়মোরা প্রকৃতির মতো স্বচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা আকাশের মতো বাঁধাহীনমোরা মরু সঞ্চার বেদুঈনআকাশের মতো বাঁধাহীনমোরা মরু সঞ্চার বেদুঈন বন্ধনহীন জন্ম স্বাধীনচিত্তমুক্ত শতদলমোরা বন্ধনহীন জন্ম স্বাধীনচিত্তমুক্ত শতদল মোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝর্ণার মতো চঞ্চলমোরা বিধাতার মতো নির্ভয়মোরা প্রকৃতির মতো স্বচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা সিন্ধু–জোয়ার কল–কলমোরা পাগলা–ঝোরার ঝরা জলমোরা সিন্ধু–জোয়ার কল–কলমোরা পাগলা–ঝোরার ঝরা জলকল–কল–কল ছল–ছল–ছল কল–কল–কল ছল–ছল–ছলকল–কল–কল ছল–ছল–ছল কল–কল–কল ছল–ছল–ছল মোরা দিল–খোলা খোলা প্রান্তরমোরা শক্তি অটল মহীধরদিল–খোলা খোলা প্রান্তরমোরা শক্তি অটল মহীধর হাসি গান শ্যাম উচ্ছলহাসি গান শ্যাম উচ্ছলবৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন–তলমোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন–তল মোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝর্ণার মতো চঞ্চলমোরা বিধাতার মতো নির্ভয়মোরা প্রকৃতির মতো স্বচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝর্ণার মতো চঞ্চলমোরা বিধাতার মতো নির্ভয়মোরা প্রকৃতির মতো স্বচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝঞ্ঝার মতো উদ্দামমোরা ঝঞ্ঝার মতো উদ্দাম Translate to English
Read More