Song: রক্ত Performed by AS Omi, Mehedi Mahi, Eashadul Haque Shishir, Ishraque Ahmed, Sadiqul Ayat. Composed, Produced, Mixed & Mastered by AS Omi Co-produced by AS Omi Written by Mehedi Mahi, Eashadul Haque Shishir, Ishraque Ahmed, Sadiqul Ayat,Joy Saha Hridoy. Additional Composition by AS Omi Video by AS Omi Lyrics: সালাম রফিক জব্বার আইজ বাংলাদেশ ও দরকার ভাই মরে, বইন মরে, চুপ খেনে সরখার? রক্তে ভাসের নগর ছাইছি খরি আমার অধিকার রাজা খার? যে ফাউ ছাটে তুমি তার। শিক্ষিত দেশ ছাইলে ছাত্র মরে খেনে? ড্রেইন ও কিতা ব্রেইন নি? না ড্রেইন ব্রেইন ওর মাজে? চিৎকার খইরা আমার বইনে আমারে ডাখে খয় ভাই আমারে বাছা আইছে মারতো হায়নার দলে। দিন ফাইয়া দুইন্নাই ভুলছো, রিন খইরা দেশ রক্তে ভরা বাংলাদেশ জ্বইল্লা ফুইড়া শেষ ভিসা ফাইলে দেশ ছাড়মু কুটি মাইনসর গল্প বঙ্গবন্ধুর সোনার বাংলা রইছে স্বপ্ন। দেশ বেইচ্চা খাইয়া বেস বেইচ্চা তুরা ছলিযাও আমার প্রিয় অভিভাবক ক্যাপশনে গলিযাও আন্দোলনো হায়নায় যদি আনে গ্র্যানেড বুলেট সিলেট তাকি Delete খইরা ফাটাইয়া দে বিলেত। পুলিশ যদি বন্ধু অয় তে খার ইশারায় নাছে? বুকোর মাঝে বুলেট লইয়া সাঈদ খেনে মরে? সন্ত্রাস খইয়া জেল হাজুত খারে ভরে? যদি স্বাধীন বাংলাদেশ অয় তে আইজ রক্ত খেনে ঝরে? ষড়যন্ত্রর মন্ত্রে গণতন্ত্র ধ্বংস মুক্তিযুদ্ধর খস্ট বিফলে সব নষ্ট খতা স্পষ্ট, রাখো […]
Read More
Song:পাল্টে দে ইতিহাস Release Date: 17 JulyYoutube Channel: Crack Head Creation (Sajjad Jewel published) Lyrics: পাল্টে দে ইতিহাস যারা আগুন স্বৈরাচার বুকে তোর ভাইয়ের রক্তের দাবী জেগে উঠ আজ তীব্র শোকে। তুই মনে রাখ তুই নরকে পাড়ি ছিঁড়েছিস তাই আজ সড়কে অধিকার দিবি না মানে কেড়ে নিব সব যা আছে ফ্যাসীবাদে তোর শেষ তুই সিনা টান করে থাক মৃত্যুর সাথে মেতেছে যারা তুই খবরে সন্ত্রাসীর হৃৎপিণ্ড কেউ না থাক তোর পাশে লাথি দিয়ে ভেঙে ফেল স্বৈরাচারীর মেরুদণ্ড পাল্টে দে সব ইতিহাস। তুই কাঁধে তোর ভাইয়ের লাশ পাল্টে দে সব ইতিহাস। তুই পারবি তোরা পারবি যে অধিকার তুই পেতে চাস। কত বড় কলিজা তোর বোনের গায়ে তুলেছে হাত। ছিঁড়ে নেব তোর মাংস পিন্ড চেয়ে দেখ তোর মায়ে কি চায় এটা ৫২ নাকি ৭১ রক্তের সূর্য উঠেছে দেখুক বইবে রক্তের বন্যা কী জবাব দিবি তুই যদি হয় তোর মেয়ে কন্যা? পাল্টে দে তোর ইতিহাস যারা আগুন স্বৈরাচার বুকে তোর ভাইয়ের রক্তের দাবী জেগে উঠ আজ তীব্র শোকে। পিঠ ঠেকেছে তোর দেয়ালে স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। থাকুক যত বাধা রাখ তুই খেয়ালে। পাল্টে দে সব ইতিহাস বুকে নিয়ে তোর ভাইয়ের লাশ শকুন রাজার বুকে মার লাথি তুই কেড়ে আন তোর অধিকার আর যা চাস। শুধু কোটা নয় গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন পাল্টে দে […]
Read More
Song: RajakarRelease date on YouTube – July 16, 2024Youtube Channel: Crack Head Creation Lyrics: চাইতে গেলে অধিকার হতে হয় রাজাকার মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাপের না। আমি যদি হই রাজাকার তিনি কে ডাকে স্বৈরাচার স্বৈরাচার সারা বাংলায় খবর দে কোটা প্রথায় কবর দে। চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।। পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি। নাতির নামে পুতি খাবে উপোস থাকবে জাতি। বাবার পেশা ছেলে পাবে ছেলের পরে নাতি চাষার ছেলে চাষা হবে কোটায় গোটা জাতি। সারা বাংলায় খবর দে, কোটা প্রথায় কবর দে। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। ছাত্ররা কোটায় শিক্ষকরা পেনশনে অভিভাবকরা টেনশনে শিক্ষার পদ্ধতি গোরস্থানে আর দুর্নীতি শীর্ষস্থানে। সাথে থাকলে সঙ্গীরে ভাই বিরুদ্ধে গেলে জঙ্গি। যদি চাও তুমি অধিকার বানিয়ে দিব রাজাকার আমি যদি রাজাকার তুমি তবে স্বৈরাচার মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাপের না। চেতনার ব্যবসায়ীরা হুঁশিয়ার সাবধান। সারা বাংলায় খবর দে, কোটা প্রথায় কবর দে।
Read More
একটি শিক্ষামূলক প্লাটফর্ম প্রতিষ্ঠাকাল N/A প্রতিষ্ঠাতা N/A বিবরণ একটি দক্ষিণ এশীয় শিক্ষামূলক প্ল্যাটফর্ম। যেখানে দেশে সংস্কৃতি, অবস্থা, রাজনীতি, শিক্ষা, বিবেক, বুদ্ধি, বোধ শক্তি ইত্যাদি বিষয়াদি নিয়ে বিভিন্ন সেমিনার, আলোচনা, সভা, ভিডিও বার্তা করা হয়ে থাকে। এছাড়াও বোধিচিত্তের ওয়েব সাইটে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের লেখা উক্তি ও উল্লেখ করা হয়ে থাকে। ঠিকানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছবি গ্যালারীঃ
Read More