Release Date: July 18, 2024Published by Restive Channel Verse ইনসান হইয়া লাভ কি যদি না থাকে ইনসাফ আশরাফুল মাখলুকাত খোদায় কইরা দেক মাফ চোক্ষের সামনে আমার মায়ের ছেঁড়া জামা রাখে সাক্ষী মাটিতে আমি বহুদিনের নির্বাক। স্বপ্ন দেখি আমি পরিবর্তনের কিন্তু সিস্টেমে ভাসে লাশ বন্দি জনতা যদি নাই থাকে রাজ্যে মানবতা তাইলে রাজার সাথে কিসের আর সমঝোতা। মরি আমি বাইচা থাইকা প্রতিদিন যেন জিন্দা অসুর আমারে খায় প্রতিদিন সমাজে সাপ নাচে নিজের খেয়াল খুশি মতো সুযোগ পাইলেই দেয় ছোবল রাজা বাজাইলে বিন এক শিক্ষক ডাইকা করলো জিজ্ঞাসা আমি জীবনে কী হইতে চাই কইলাম হাইসা জীবনে কি হমু তার তো কোনো ঠিক নাই কিন্তু মরণে আমি শহীদ হইতে চাই। Chorus আসমানে লাল মেঘ ভাসতে থাক আমার এই জীবনে মরণ আসতে থাক স্লোগান ধরি আমি কণ্ঠস্বর ভাঙ্গতে থাক আমার ছাতিতে গুলির দাগ গুনতে থাক।। [আবু সাঈদের বোনের শোক-বিলাপ] Verse তোগো চোখ কই? চোখ থাকলে হুস কই? রক্তাক্ত রাজপথ আইন আছে বিচার কই? হাত ভরা রক্তে পরাধীন অঙ্গে কোন মাদারচোদ গুলি মারে আমারে আমারই বঙ্গে। নূর হোসেন ঘরে ঘরে কংক্রিটের নগরে জানের মায়া ভুইলা গিয়ে মৃত্যু আপনায় পাঁজরে শকুন যেমনে আমার ভাইয়ের মৃতদেহ গিলা খায় স্বাধীনতার গন্ধ আমারেও গিলা খায়। আর কতো জুলুম সইবো ছাত্রসমাজ আর কতো গুলি খাইবো ছাত্রসমাজ আর কতো লাশ হইবো […]
Read More
Written And Performed by CHEF-IQ Produced by BIHAN Mixed and Mastered by BIHAN Artwork: Sayeda Santa Lyrics: বাংলা মা মরে নাই রাজপথ ছাড়িস না প্রজারাই বানাইসে রাজা অগো হক মারিস না। নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নাড়িস না কালির হাতে গুলি দিয়া নিজের কাল আনিস না।। দুই পায়ে গেলো ফিরলো চাইর কান্ধে কেমনে সহপাঠীর পিঠে তুই লাঠি ভাঙ্গোস কেমনে। খালি মায়ের কোল তর কোল খালি হইবো এমনে বাংলার বাঘ বাকস্বাধীনতা হারায় যেমনে। দাবি করতে গেলে রাস্তা বন্ধ করতে হইবো ক্যা? রক্ত দিয়া সবুজ করলো আবার লাল হইলো ক্যা? বইনের গায়ে হাত কোন ভাইয়ে সইবো ক? হাসপিটালে ঢুইকা পিটায় পুলিশ খাড়ায় রইলো ক্যা? আলোর দেখা পাইবো কই হেলমেট পইরা থাকে এডি আগামী ভবিষ্যতের খাইসে মাথা কালো রাতে যেমনে ছাত্র মারসে এডি হানা দিয়া যেমনে পাক করতে গেসে ভাগ অমনি মানচিত্র কাটসে এডি। স্বৈরাচার সব সাইড হ ছাত্র লাগবো ফুটবল না লীগ এর থে বাইর হ। সিট বাঁচায় না পিঠ তর নোংরামির থে বাইর হ মতৃ লালের জবাব চাই দামাল যা হাতে পাবি লগে লইয়া বাইর হ। বাংলা মা মরে নাই রাজপথ ছাড়িস না প্রজারাই বানাইসে রাজা অগো হক মারিস না। নিজের গদি বাঁচাইতে অন্যের পায়া নাড়িস না কালির হাতে গুলি দিয়া নিজের কাল আনিস না।। মেট্রিক পাস কইরা দেশের বাইরে যাবার […]
Read More
song: দাম দেPROD BY NAFBOOMRECORD/MIX/MASTER BY HALL OF CRITICSDIRECTED BY TASRIF FARAVI/RTFARTWORK BY RAPTOR BHAIPublished by Crown ENGINE YouTube channel Lyrics: আমার রক্তের দাম দে, আমার স্বপ্নের দাম দে ইতিহাস বদলায় ইতিহাস তোর আর আমার রক্তের গন্ধে সমাজটা কবজায় অন্ধে দোয়া কর তোগো কৃতকর্মের মানচিত্র কারা পোড়ায় আর কারা আকাশে তুলে গর্বে।। বাতাসে লাশের গন্ধ কার হাতে বন্দুক কে গুলি চালায় বদলায় গেসে তাপমাত্রা, হাতে রামদা নিরীহর খুলি ফালায় ৫২ হুনসি ২৪ দেখসি, শহীদরা কেমনে জন্মায় বারূদ ভরা গ্রেনেড সামনে আয়া পড়ে শরীল ঝলসায় একদল ওগো বিবেগ হারায়, বুদ্ধি লইয়া ফয়েল এ গালায় দেশপ্রেম সবাই মারায় রফিক, জব্বার মরলে সাইদ, রাফি খাড়ায় সব হিসাব আসে খাতায়, কার হাত রাখসোস মাথায় মা বইনের ইজ্জত কইরা তোর অভিভাবক কেমনে সংসার পাতায়। মাইক ধরসি মানে সাংঘাতিক, হিজলা এহানে সব সাংবাদিক কি লাভ হইবো Journalism এর Justice লইয়া তোরা জানাজা দিস কাটা পর্ব জিব্বা কথা কইলে এডাই আমগো Freedom of speech Fuck the system, fuck the rulers, fuck the pedos, fuck the লী* আমার ভাইয়ের রক্তের দাম দে, আমার বইনের রক্তের দাম দে, আমার সোনার স্বাধীন বাংলা আমার ভাইয়ের লাশ আমার কাঁধে ৮ বীর শ্রেষ্ঠ্যের নাম নে, পতাকা কপালে বান দে পোশাক পড়া দানব থেইকা সাবধান ওগো রাখসে-ই মানুষ মারতে। আমার রক্তের দাম দে, […]
Read More
Release Date: July 17, 2024Artist : Mcc-e Mac Ft Gk KibriaMusic : DIMSHO HARDVideo Edit : M R Rabbi Lyrics: অনেক হয়েছে আমার ভাইয়ের সিনাটান রাজপথের মাঝখানে রাজপথ দখল কর আমার ভাইয়ের বিচার চাই দেশটাকে সবাই মিলে রক্ষা কর। থামবে না যত ঝড় হোক না কেনো। This is called student power আমার অধিকার আমাকে দে এই রাস্তা ভিজেছে কেনো রক্ততে? র্যাপ এইটা বাংলাদেশ, রক্ত ঝরুক ঝরতে দে এইটা বাংলাদেশ, আমার ভাইয়ের রক্ততে এইটা বাংলাদেশ, ৫২ থেকে ২৪ এই এইটা বাংলাদেশ, ভয়ে ভুলে জয় করবে যে We want justice পাই স্বাধীনতার এ কি শাস্তি আমার বোনের শরিলে রক্ত আমার ভায়ের লাশটা স্বাক্ষী যদি যুদ্ধে না পাই মুক্তি আরো হাজারবার আমি লড়বো ভেদাভেদহীন দেশ গড়বো তোর রাস্তায় লুটে পড়বো আমার শিক্ষা খাতা-কলমে মেরুদণ্ড ভাঙ্গলি জখমে অধিকার দিলে ফিরিয়ে মেধাবীগুলো যেতোনা হারিয়ে এমনটা যদি শিক্ষা হয় দেশ কি তাহলে করবে ভয়? কোটা বিরোধী আন্দোলনে রাত শেষে দিন করবো জয় ব্রিজ তোরা ফিরিয়ে দে – আমাদের অধিকার -২ আর কত রক্ত ঝরবে রাজপথে -২ হে লড়াই চলবে লড়াই গুলি মার বুকে তবু আমি না ডরাই কর ক্ষমতার বড়াই কুলাঙ্গার রাস্তায় নেমে গেলে হোক লড়াই হে লড়াই কোটি ছাত্রের লড়াই আন্দোলন আজ চলছেই চলবে রাজপথে আয় তোরা দলে দলে আজ অধিকারের লড়াই।
Read More
Artist : GOLD CUBE AND SCARY CROW Produced : ANVYL, Artwork : TASFIN RAYEED ‘Intro শেখ মুজিবুর রহমান- ‘যাও ভিক্ষা কইরা আনি তাও চাটার গুষ্টি চাইটে খায়া ফালায় দেয়, আমার গরীব পায় না। এতো চোরের চোর, চোর কোত্থেকে যে পয়দা হয়েছে তা আমি জানি না। পাকিস্তানিরা সব নিয়ে গেছে কিন্তু এই চোরটুক থুইয়ে গেছে আমার কাছে। এই চোর মিয়ে গেলে আমি বাঁচতাম।‘ Verse 1 এমন এক কাল থেকে ভুল শিখাইলো উদ্যক্তা প্রশ্ন বেইচা লাখে কামাইলো। আবেদ আলি ড্রাইভার, হাতে বানায় বিসিএস কেডার দেশে ঘরে ঘরে বিপ্লব আনাইলো। এই দেশের প্রধান শিল্প চুরি প্রধান শিক্ষা রাজনীতি প্রধান ব্যবসা ধর্ম আর খুনি। যে রাজা প্রজার খবর লয় না ঐ রাজা কার? ওয়ই আসল রাজাকার তুমি আমি প্রজা যার। প্রজা তান্ত্রিক ওঝা ঠাকুর ভন্ড মাশায়েখ পির, মাটির মানুষ মাটি খায় যার দেয়ালে ঠেকে পিঠ। মাথা পিছু ৩ লাখ ঋণ। দিন রাত কি? খালি পেটে কাটে কত রাত্রি। Chorus ( Scary CROW) (আমাদের এই স্লোগান পারবে না তুমি থামাতে লাশের পাহাড়ে লুকিয়ে কতোদিন আর বাঁচবে?) VERSE 2 আন্দোলন সাত চল্লিশ, বায়ান্নো, দুই চার আনে বিপ্লব প্রতিবার, বিদ্রোহি প্রতিবাদ আন্দোলন এমন না যে চাইতাসে কর্মসংস্থান, মাসিক ছাত্র ভাতা, মান সম্মান। ওরা কইসে ‘রাষ্ট ভাষা বাংলা চাই, পূর্ব পশ্চিম ভাগ চাই নিরাপদ সড়ক চাই, কোটার সংস্কার […]
Read More