তুমি কে আমি কে

তুমি কে আমি কে

লেখক: তানজিম সৌরভ


জুলাই, বাংলাদেশের জাতীয় জীবনে অনেকখানি জায়গাজুড়ে আছে। তুমি কে? আমি কে? বইটিতে লেখক একজন সক্রিয় আন্দোলনকারী হিসেবে যেসব অভিজ্ঞতা, শঙ্কা ও রোমাঞ্চের ভিতর দিয়ে গেছেন তারই চিত্রায়ন করেছেন একান্ত সোজা বাংলায়। জুলাই আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থানের পটপরিবর্তনে লেখক শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ছিলেন। এখানে শুধু আন্দোলনকালীন ব্যাপারই উঠে আসে নি, বরং ৫ আগষ্টে হাসিনার পতন পরবর্তী বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোও মলাটবদ্ধ করা হয়েছে।

এই বইয়ে পুরো ইতিহাস তুলে আনে নি ঠিক-ই, তবে যতটুকু সেই সময়কার ইতিহাস তুলে এনেছে তা নিঃসন্দেহে নির্জলা, মেদহীন সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ জুলাইয়ের নির্মম হামলার স্বীকার লামিয়ার জবানবন্দি বইটির গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে।

লেখক ১৭ জুলাই পর্যন্ত ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যান, পরবর্তীতে পুলিশি হয়রানিতে বাধ্য হয়ে নিজ জেলা নোয়াখালী ফিরে যান। সেখানে ৫ আগষ্ট পর্যন্ত চলমান আন্দোলনে অংশ নেন। বইটিতে সেইসব অভিজ্ঞতাও স্থান পেয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হল সংস্কৃতির অন্ধকার দিক, গণরুম ও গেষ্টরুমের নোংড়া বাস্তবতাও তুলে ধরা হয়েছে, যা পাঠককে ভাবিয়ে তুলবে মানবসভ্যতার আড়ালের কিছু হিসেবে।

এই বই শুধু একটি আন্দোলনের ইতিহাস নয়, বরং জুলাইয়ের ভাঁজে ভাঁজে ঘটে যাওয়া ঘটনার প্রতি একজন আন্দোলনকারীর নিজস্ব অভিজ্ঞতা ও উপলব্ধির মেলবন্ধন। পাঠক এই বই পড়তে পড়তে টাইমট্রাভেলে ফিরে যাবেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রক্তাক্ত জুলাইয়ে, আগষ্ট সেখানে বিজয়ের মাস।

Sorry, the comment form is closed at this time.