স্বাধীনতার গন্ধ

NayemurNovember 02, 2024গান0 comments
Release Date: July 18, 2024

Published by Restive Channel

Verse

ইনসান হইয়া লাভ কি যদি না থাকে ইনসাফ

আশরাফুল মাখলুকাত খোদায় কইরা দেক মাফ

চোক্ষের সামনে আমার মায়ের ছেঁড়া জামা

রাখে সাক্ষী মাটিতে আমি বহুদিনের নির্বাক।

স্বপ্ন দেখি আমি পরিবর্তনের

কিন্তু সিস্টেমে ভাসে লাশ বন্দি জনতা

যদি নাই থাকে রাজ্যে মানবতা

তাইলে রাজার সাথে কিসের আর সমঝোতা।

মরি আমি বাইচা থাইকা প্রতিদিন

যেন জিন্দা অসুর আমারে খায় প্রতিদিন

সমাজে সাপ নাচে নিজের খেয়াল খুশি মতো

সুযোগ পাইলেই দেয় ছোবল রাজা বাজাইলে বিন

এক শিক্ষক ডাইকা করলো জিজ্ঞাসা

আমি জীবনে কী হইতে চাই

কইলাম হাইসা জীবনে কি হমু তার তো কোনো ঠিক নাই

কিন্তু মরণে আমি শহীদ হইতে চাই।

Chorus

আসমানে লাল মেঘ ভাসতে থাক

আমার এই জীবনে মরণ আসতে থাক

স্লোগান ধরি আমি কণ্ঠস্বর ভাঙ্গতে থাক

আমার ছাতিতে গুলির দাগ গুনতে থাক।।

[আবু সাঈদের বোনের শোক-বিলাপ]

Verse

তোগো চোখ কই? চোখ থাকলে হুস কই?

রক্তাক্ত রাজপথ আইন আছে বিচার কই?

হাত ভরা রক্তে পরাধীন অঙ্গে

কোন মাদারচোদ গুলি মারে আমারে আমারই বঙ্গে।

নূর হোসেন ঘরে ঘরে কংক্রিটের নগরে

জানের মায়া ভুইলা গিয়ে মৃত্যু আপনায় পাঁজরে

শকুন যেমনে আমার ভাইয়ের মৃতদেহ গিলা খায়

স্বাধীনতার গন্ধ আমারেও গিলা খায়।

আর কতো জুলুম সইবো ছাত্রসমাজ

আর কতো গুলি খাইবো ছাত্রসমাজ

আর কতো লাশ হইবো ছাত্রসমাজ

প্রকৃত ছাত্র হওয়াই দেশে প্রকৃত পাপ।

বহু শত রাজাকার মুক্তিযোদ্ধার চাদরে

ভুয়া কোটা লয়া প্রমোশন লয় চাকরি পদে

লাঞ্চিত হয় মেধা যুগের পর যুগ

বঞ্চিত জনতার পেটে ভুগ আর ভুগ।

উৎখাত কর বীজ দেশবিরোধীর

দেশপ্রেমের মুখোশ পরা জারজ বধির

মইরা গেলে মইরা যামু থাকমু না স্থীর

ভাইয়ের লাশ কান্ধে আমি বীর আমি বীর!

‘মেধা না কোটা, মেধা মেধা’।।

Sorry, the comment form is closed at this time.