রাজাকার

NayemurNovember 02, 2024গান0 comments

Song: Rajakar
Release date on YouTube – July 16, 2024
Youtube Channel: Crack Head Creation

Lyrics:

চাইতে গেলে অধিকার হতে হয় রাজাকার

মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাপের না।

আমি যদি হই রাজাকার তিনি কে ডাকে স্বৈরাচার স্বৈরাচার

সারা বাংলায় খবর দে কোটা প্রথায় কবর দে।

চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।

লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না।

চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।।

পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি।

নাতির নামে পুতি খাবে উপোস থাকবে জাতি।

বাবার পেশা ছেলে পাবে ছেলের পরে নাতি

চাষার ছেলে চাষা হবে কোটায় গোটা জাতি।

সারা বাংলায় খবর দে, কোটা প্রথায় কবর দে।

কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।

লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না।

তুমি কে আমি কে রাজাকার রাজাকার

চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার।

ছাত্ররা কোটায় শিক্ষকরা পেনশনে অভিভাবকরা টেনশনে

শিক্ষার পদ্ধতি গোরস্থানে আর দুর্নীতি শীর্ষস্থানে।

সাথে থাকলে সঙ্গীরে ভাই বিরুদ্ধে গেলে জঙ্গি।

যদি চাও তুমি অধিকার বানিয়ে দিব রাজাকার

আমি যদি রাজাকার তুমি তবে স্বৈরাচার

মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র কারো বাপের না।

চেতনার ব্যবসায়ীরা হুঁশিয়ার সাবধান।

সারা বাংলায় খবর দে, কোটা প্রথায় কবর দে।

Sorry, the comment form is closed at this time.