প্রকাশকাল: ২০২৪
ব্যান্ড: শিরোনামহীন
কথা : জিয়াউর রহমান
সুর : কাজি আহমেদ শাফিন
লিরিক্স
আজ এই শহরের পাখিরা সারারাত
অযথাই অন্ধের মতো
উড়ছে কেনো?
কড়া রোদে পুড়ে ছাই, ছাই হয়ে
আকাশের গায়ে লাল সূর্যটা তবু
জ্বলছে কেনো?
অন্ধ হৃদয়, নিখোঁজ হয়ে
যায় হারিয়ে, যাকনা কেনো?
মুক্ত পাখির ডানায় ডানায়
সমুদ্রের মত…
সেই দু:সময়ের অভিশাপ,
না পাওয়ার অভিধান হৃদয়ের মাঝে
পুড়ছে কেনো?
আজ অন্ধ হৃদয় সবকিছু সয়ে যায়…
পুড়ে যায়… সারাক্ষণ
ভেংগে যায় ঘর,
কত সহজেই
কোনো উত্তাপ নেই
কেনো ঝড় আসবেই?
তবুও নি:সীম কোনো প্রান্তে
বরফ জমে হৃদয়ে নীল
এই অন্ধ, দিশেহারা
পোড়া শহরে
খুব যন্ত্রনায় ছুটে চলে
কেনো টর্নেডো?
তীব্র গতির সংকেত জানায়।
সেই দু:সময়ের নিশানায়,
পুড়ে ছাই পতাকা দমকা হাওয়ায়
উড়ছে কেনো?
আজ অন্ধ হৃদয় সবকিছু সয়ে যায়…
প্রশ্নের এই গোলকধাঁধা ঘুরছে অযথাই
নির্ভুল এক নিয়তির মতো
উত্তর জানিয়ে যাই..
দু:সময়ের অভিশাপ,
না পাওয়ার অভিধান হৃদয়ের মাঝে
পুড়ছে কেনো?
আজ অন্ধ হৃদয় সবকিছু সয়ে যায়,
পুড়ে যায় আজ….
Sorry, the comment form is closed at this time.