song: দাম দে
PROD BY NAFBOOM
RECORD/MIX/MASTER BY HALL OF CRITICS
DIRECTED BY TASRIF FARAVI/RTF
ARTWORK BY RAPTOR BHAI
Published by Crown ENGINE YouTube channel
Lyrics:
আমার রক্তের দাম দে, আমার স্বপ্নের দাম দে
ইতিহাস বদলায় ইতিহাস
তোর আর আমার রক্তের গন্ধে
সমাজটা কবজায় অন্ধে
দোয়া কর তোগো কৃতকর্মের
মানচিত্র কারা পোড়ায় আর কারা আকাশে তুলে গর্বে।।
বাতাসে লাশের গন্ধ কার হাতে বন্দুক কে গুলি চালায়
বদলায় গেসে তাপমাত্রা, হাতে রামদা নিরীহর খুলি ফালায়
৫২ হুনসি ২৪ দেখসি, শহীদরা কেমনে জন্মায়
বারূদ ভরা গ্রেনেড সামনে আয়া পড়ে শরীল ঝলসায়
একদল ওগো বিবেগ হারায়, বুদ্ধি লইয়া ফয়েল এ গালায়
দেশপ্রেম সবাই মারায় রফিক, জব্বার মরলে সাইদ, রাফি খাড়ায়
সব হিসাব আসে খাতায়, কার হাত রাখসোস মাথায়
মা বইনের ইজ্জত কইরা তোর অভিভাবক কেমনে সংসার পাতায়।
মাইক ধরসি মানে সাংঘাতিক, হিজলা এহানে সব সাংবাদিক
কি লাভ হইবো Journalism এর Justice লইয়া তোরা জানাজা দিস
কাটা পর্ব জিব্বা কথা কইলে এডাই আমগো Freedom of speech
Fuck the system, fuck the rulers, fuck the pedos, fuck the লী*
আমার ভাইয়ের রক্তের দাম দে, আমার বইনের রক্তের দাম দে,
আমার সোনার স্বাধীন বাংলা আমার ভাইয়ের লাশ আমার কাঁধে
৮ বীর শ্রেষ্ঠ্যের নাম নে, পতাকা কপালে বান দে
পোশাক পড়া দানব থেইকা সাবধান ওগো রাখসে-ই মানুষ মারতে।
আমার রক্তের দাম দে, আমার স্বপ্নের দাম দে
ইতিহাস বদলায় ইতিহাস
তোর আর আমার রক্তের গন্ধে
সমাজটা কবজায় অন্ধে
দোয়া কর তোগো কৃতকর্মের
মানচিত্র কারা পোড়ায় আর কারা আকাশে তুলে গর্বে।।
……
তোরো না আমারো না প্রশ্ন তাইলে এ দেশ কার?
মানচিত্র ভাইঙ্গা চুইড়া, জনগণরে লাগা এক সার
প্রতিবাদ হোক খোলা হিসাব, মাথা ফাইটা আমার বইনের আজ
কত বড় মাদার তোরা মা বইনের গায়ে লাঠি চালাস
মুক্তিযোদ্ধা যুদ্ধ করসে মাগনা কোটা পাওয়ার লাভে না
পঙ্গু হইবো জাতি, ওগোর ব্রেন আর এহন কোনো কামের না
পাবলিক এহন ধান্দা বুঝে, নীতি কথা আর চাইপেন না
কোকিল কইয়া কাক ধরানো, দেশটা কারো বাপের না
শিক্ষাই জাতির মেরুদন্ড, ভাষাই আমার মূল অস্ত্র
১৬ জুলাই আকাশ এর রং টকটকে লাল রক্ত
Salute ওই বাপরে যে রাস্তায় নাইমা দিসে সৎ সাহস
পতন হইবো আশুরায় যেমন হইসে Firaun ধ্বংস।
আমার রক্তের দাম দে, আমার স্বপ্নের দাম দে
ইতিহাস বদলায় ইতিহাস
তোর আর আমার রক্তের গন্ধে
সমাজটা কবজায় অন্ধে
দোয়া কর তোগো কৃতকর্মের
মানচিত্র কারা পোড়ায় আর কারা আকাশে তুলে গর্বে।।
Sorry, the comment form is closed at this time.