🎧Audio Credits :
Track Title – ‘Chobbisher Guerrilla (চব্বিশের গেরিলা)’
Song-written, Composed & Performed By – @CriticalMahmood, GXP, @SoMratSij, @Shooter_47_, @Rimondimon_1206, @shafayetzeeshan, @soldierbr1206, Sami Tonmoy
Music Arranged & Produced By – Sami Tonmoy
Mixed & Mastered By – Critical Mahmood
Recording Studio – Hall of Critics
Artwork Designed By – Joy Chowdhury @ OPCedit
Video By – Rabby Raz @ QMGFX
Music Label – Quantize Music Group
Music Publishing – Quantize Music Group., a division of Quantize Music Entertainment, LLC.
লিরিক্স
আমরা সমাজ র্যাপার কলম হাতে যোদ্ধা
কোটার লাইগা কেমনে করস ছাত্র সমাজ হত্যা?
আমরাই যখন রাজাকার, তাইলে ক তুই রাজা কার?
সমাজ বইতে কি পড়াইলি এখন দেহি খটকা!
মেধা ছাড়ে দেশ গন্ড মু্র্খ্য পালে সরকার
এমন গনতন্ত্র এর লাইগা রাজাকার অই দরকার!
হল-তে আইবো মেধার ধ্বনি আহে বোনের চিৎকার৷
২৪-এ বুদ্ধিজীবী মারলে ক তুই Loss কার?
রাজনীতি কর ভালো নীতি ছাড়া রাজ না।
জ্ঞান অর্জন করবো ছাত্র পিকেটিং এর কাজ না।
গুলি করস কারে তোরা চোখ খুইলা চাস না?
অধিকার এর লাইগা কত লোভি তোরা লাল রক্তের খাজনা।
ভাই কইসে গুল্লি করলে মাথায় মার বুকে বঙ্গবন্ধু
Back Bench এ বহা বন্ধু, কেমনে চালায় বন্দুক?
সাংবাদিক সব ব্যস্ত কারন বাম্পার ফলন TV তে।
সাবধান পতন হইবো History গেলে Repeat এ।
এই দেশটা কারো বাপের না যে
হাত জাগাইলে মামলা দিবো
বোনরে পিডায় পদের লাইগা
টোকাই ভায়ে কামলা দিবো
খবর বানায় কারা যারা ওরাই আবার পা চাঁটা!
স্বাক্ষী দিবো রাবার বুলেট চৌদ্দ শিকের খাঁচা টা!
ইতিহাস স্বাক্ষী দিবো ন্যায় এর পথে খারাইসে কে।
ইতিহাস স্বাক্ষী দিবো গরম রক্ত পাড়াইসে কে।
ইতিহাস স্বাক্ষী দিবো আপন জন রে হারাইসে কে।
ইতিহাস স্বাক্ষী দিবো কলম হাতে খারাইসে কে।
কলম আমার চুপ থাকে না অন্যায় এর সম্মুখে
ন্যায় করে না মাথা নিচু অন্যায় এর বিরুদ্ধে
কত নিচে নামার পরে নিজেরে রাজাকার কই!
ভাইডি আমার রক্ত দিলো ক এইডির সমাধান কই?
দেয়ালে পিঠ ঠেইকা গেলে বাশেঁর মাথায় পতাকা লই
রাস্তার গান রাস্তায় গাই স্বাধীন বাংলায় মুক্তিডা কই!
মারে আমরা হারি জিতি দাবায় রাখতে পারবো না কেউ
১৫ জুলাই দেখলে, দেশে ৩০ লক্ষ মরতো না কেউ🔥
আমার ভাইয়ের রক্তে রাস্তা ভাসে মূর্খ নেতা দেইখা হাসে
থামাবি কেমনে ক? পাড়ি দিবি কয়ডা লাশে?
আমার বোনের মুখে ক্যান আর্তনাদ আর চিৎকার?
চাইলো সবাই অধিকার হইলো সবাই রাজাকার
বন্দুকের নল দেখলে বুক পাইত্তা দেই
নজর নজরে লাগায়া অধিকার ছিনাই নেই
প্রতিবাদের ভাষা সিনা উচা বুক ফুলাই কই
আমার স্বাধীন দেশে আমার স্বাধীনতা গেলো কই?
ক্ষমতা লোভে তগো মনসত্ব মাটির নিচে
জনতার ঘাড়ানিতে শেষ ঠিকানা কবরেতে
বুইঝা রাখ হুইনা রাখ কার ইসারায় চলে সবই
কেডা চালায় দাবার গুটি কেডা হয় কেলায় বলি
জবাব চাই আমার ভাই মরলো ক্যান ক
জবাব চাই আমার আমার রক্ত ঝরলো ক্যান ক
জবাব চাই কলম হাতে অস্ত্র ক্যান ক
জবাব চাই আমার জবাব নাই ক্যান ক
আমি কে? তুমি কে?
রাজাকার রাজাকার
কে বলেছে? কে বলেছে?
সৈরাচার সৈরাচার
আমি কে? তুমি কে?
রাজাকার রাজাকার
কে বলেছে? কে বলেছে?
সৈরাচার সৈরাচার
ওই তুই পশুর পয়দা ছাত্র নামে কলংক
তুই নশুর পয়দা কাফন প্যাচা কপালে তুই জবাই করুম অশুর!
পুরা ক্যান্টনমেন্ট ব্লকেড, ঢাকা সিটি ব্লকেড
ছাত্র সমাজ খেপাছ পুরা সোনার বাংলা ব্লকেড!
কিরে ঘরে ক্যা? বাইর হ! দেশে বায়ান্ন আবার শুরু
ফায়ার শুরু রাবার বুলেট বায়ান্ন আবার শুরু
বিদ্রোহ আবার, জিগা তফাঁৎ একাত্তুরের এর লগে?
রাজনীতি না রে ঐডা লোকনীতি
বাড়ির লগের কুত্তার চেয়েও বেশি ভক্তি পোস্টের আশায় চান্দা ঊডাস
চোক্ষে দেহস জুলুম ঠিকই ফুটেজ লইতে রামদা উডাস
গান নামাইলে ইতিহাসে এই গান থাকবো আজীবন
ভাই কাল্কেউ না পরশু না জা কইবার আজ ই কন
এই আমার স্বাধীন বাংলায় দুর্নীতি সব সোনার মানব চুপ রয়
ছাত্র হইয়া ছাত্র মারছ তরেই বুঝি বীর কয়?
স্বাধীন জবান স্বাধীন নাই আর জানের ভয়ে চুপ রয়!
আর চুপ থাকার কোনো সিন নাই
পারলে গুলি কর সোজা জিব্বায় আমার!
ওই তর সৈরাচারি ধইরা মারি, থানা থেইকা কোট কাচারি।
ঠোল্লা থেইকা লীগ এর টোকাই বাদ যাইবো না লাঠির বারি।
লম্বা কইরা লাশের সারি কিংবা টান মা বোনের শাড়ি।
সপ্ন এইবার ঘর না গেলেউ লাশটা ঠিকি যাইবো বাড়ি।
Students দের মাঝে ঠোল্লা কেমনে জিন্দা যায়?
ভাই ধর আগে ওইডিরে জেডি মারতে Helmet পিন্দা আয়!
পুরা বাংলাদেশ অবরোধ ECB to TSC
ছাত্র ডি সব খাড়ায় গেলে সামনে খাড়ায় কিয়ের লীগ
একটা মরলে দশটা খাড়ায় হাত উডাইবো সবাই।
জেডি Helmet পিন্দা আইবো দিবি helmet খুইলা জবাই!
রফিক জব্বার মইরা গিয়াউ বাংলা ভাষা দিয়া গেসে
তাইলে আমি তুই ও দেশের লাইগা পারমু না কেন ক ভাই?
যখন বোন হইসে ধ*ষন
চেটের পুলিশ কই আসিলো?
যখন ভাই মরসে রাস্তায়
চেটের পুলিশ কই আসিলো?
যখন দেশ হইসে লুট
চেটের পুলিশ কই আসিলো?
যখন পুলিশ দিয়া মারলি Student
বিবেক কই আসিলো? কহ!
শহীদ হইসে ভাই আমার কতগুলা ইতিহাস এ লেখ তোরা!
যেই হাতে কলম চলে ওই হাতেই হাত কড়া!
বুক কাঁপে না, তোগো হাত তুলতে বইনের গায়ে।
যেই বইনের গায়ে আজও হাত তুলে নাই বাপ মায়ে।
খোদার কসম কালেমা মুখে লইয়া মরমু লাগলে
শহীদ এর রক্ত বৃথা স্বাধীন দেশে চুপ থাকলে
রাজনীতির কেচেঁ না ছাত্র সমাজ রাজ পথে
জনগন এর স্বার্থে বেটা জনগন এর লাশ পরে
Uniform শরীরে তর বিবেকেরে প্রশ্ন কর!
বিবেক যদি না থাকে আয় বুক বরাবর গুল্লি কর
টোকাই পয়দা লইসে অগো বাপ পরে নাই Helmet
ছাত্রগরে রক্ষা করার দিস না মিথ্যা Statement
এই দেশে এহন আর দাম নাইগা জীবন এর
জবাব দিবি কেমনে তোরা তালা দিসস জবানের
জবাব দেহ দিবি না দিবি গেলে কবরে!
রাইতের পরে দিনের আলো পরবো পুরা শহরে
হুনসি ৭৩-এ
বন্দুক এর নলে
শিকার সূর্য সেন হলে
কান্দে বোন আমার রকেয়া
ঢুকতে পারে না ডরে মরে রাস্তায়, রাবার বুলেট সিধা সিনা পেচায়
পুতুল নাচে Helmet পিন্দা খবর লাগা কেডা নাচায়, কেডা বাঁচায়?
আবু সাঈদ গুল্লি লইলে খাঁচায়
কেন সাব্বির হোসেন মরবো Road এ বারি খায়া মাথায়
হপায় শেখ মুজিব এর আদর্শ গেল কই?
২৪ এ আইশা বাঙাল স্বাধীনতা পাইলো কই?
বন্ধ কর সব মিছা কিচ্চা আজগবি খবর তর
বাইচা থাকা মুশকিল এনে যে যার মত কবর খোর
হিসাব লাগা বাজার দর আসল আগুন লাগসে কই
পেঁটের জ্বালায় মরি এনে ঘর ফালায়া রাস্তা সই
মাস্টার Plan বানাইসে সরকারে দ্যাশ বেইচা
পেঁটে জ্বালা মিটাইতে মাল পাত্তি ছিটাইতে
প্রতিবাদ এর বিপক্ষে ছাত্র সমাজ পিডাইতে
কাম না হইলে কোট কাচারি পল্টি পালটি লাগাইতে।
আমি কে? তুমি কে?
রাজাকার রাজাকার
কে বলেছে? কে বলেছে?
সৈরাচার সৈরাচার
আমি কে? তুমি কে?
রাজাকার রাজাকার
কে বলেছে? কে বলেছে?
সৈরাচার সৈরাচার
Sorry, the comment form is closed at this time.