কথা: রাজীব জাহান ফেরদৌস
গ্রাফিক্স ও এডিটিং: রাজীব জাহান ফেরদৌস
এআই প্রম্পট লেখক: রাজীব জাহান ফেরদৌস
লিরিক্স
[মিউজিক]
প্রতিদিনই নতুন রোল কেউ বোঝেনা প্যারা
ছাত্রলীগ করতে গিয়ে জীবন ছাড়া
বেড়া আজকে সাজি
সনাতন কালকেই
ডাক্তার আমার কষ্ট কেউ বোঝেনা ভালো লাগে
না আর রাজার মত ছিলাম আমি মাথায় ছিল
কাজ সব হারিয়ে কোন আগুনে পুড়ছি আমি আজ একই
জীবনের চাইতে মরণ ভালো
বাপু ও কায়া কই গেলি তুই কই গেল তোর আপু
[মিউজিক]
মাথা হেলমেট হাতে পিস্তল সহমত ছিলাম
তাই তোর কথাতেই রাতের বেলা ডাকাতি করতে
যাই
ধরা পড়ে গান গেয়েছি মার খেয়েছি ভাই
জীবনটা এখন দেখে বুঝি সামনে কিছু
নাই রাজার মতো ছিলাম আমি মাথায় ছিল
তার সব হারিয়ে কোন আগুনে পুড়ছি আমি রাত
একি জীবনের চাইতে মরণ ভালো
পাপু ও কাওয়া কই গেলি তুই কই গেল তোর আপু
নতুন নতুন রূপে আমার দিন শুরু হয় ভরে
রিক্সাওয়ালা সেজে খেলাম শাহাবাগের মোড়ে
নিজের কাঁধে নিজে নিলাম একি বিশাল পার সব
হারিয়ে আজকে আমি হয়ে গেলাম আনসার
[মিউজিক]
[প্রশংসা]
[মিউজিক]
আহ দেখি দেখি বড় ভাই কি লিখেছে
গ্রুপে এখন যাই রেডি হই নতুন কোন রূপে
নতুন চমক নিয়ে আসছি দেখতে যদি
চাও কাল সকালে সরাসরি সাহাবাগে
যাও রাজার মতো ছিলাম আমি মাথায় ছিল
তাজ সব হারিয়ে তো আগুনে পুড়ছি আমি আর একই
জীবনের চাইতে মরণ ভালো
বাপু ও কায়া কই গেলি তুই কই গেল তোর
[মিউজিক]
আপু اللہ
[মিউজিক]
Sorry, the comment form is closed at this time.