- 'মার্চ টু ঢাকা'-এর আহ্বানে সাড়া দিয়ে লক্ষ মানুষে উত্তাল জনসমুদ্র কারফিউ ভেঙে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে। দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। (দিনব্যাপী সংঘর্ষে মৃত্যু শতাধিক)
- সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেশব্যাপী আবারো ইন্টারনেট ব্ল্যাকআউট। এর মাঝে ছাত্রজনতা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ঢাকায় প্রবেশ করে। আইনশৃঙ্খলা বাহিনী এসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং থানার অভ্যন্তরে অবস্থান নেয়। আন্দোলন চূড়ান্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়।
- এর পরেও প্রধানমন্ত্রী আরও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাইলে তাকে জানানো হয় যে, এই ধরনের ব্যবস্থা অকার্যকর হবে।
- এদিকে কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দসহ হাজারো ছাত্রজনতা শাহবাগে অবস্থান নেয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা শাহবাগ এলাকা। এরই মধ্যে খবর পাওয়া যায় যে লাখো মানুষ গণভবন অভিমুখে যাত্রা শুরু করেছে।
- সেনাপ্রধান দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা করেন (ভাষণটি বিকেল ৪টার দিকে টেলিভিশনে প্রচারিত হয়)। সেনাপ্রধান এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা।
- তীব্র জনরোষের মুখে প্রাণভয়ে একটি কার্গো হেলিকপ্টারে দেশ ছাড়েন ১৬ বছর দেশ শাসন করা পরাক্রমশালী প্রধানমন্ত্রী। জানা যায় যে তিনি দেশত্যাগের জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন। দুপুর ২:৩০ মিনিটের দিকে শেখ হাসিনাকে নিয়ে হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়।
- হাসিনা সরকারের পতন উদযাপন করতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে সাধারণ জনগণ।
- সরকার পতনের পর লক্ষ লক্ষ মানুষ আনন্দ মিছিলে শামিল হয় ও মিষ্টি বিতরণ করে। শুরু হয় বাংলাদেশের একটি নতুন যাত্রা।
নিউজ ক্লিপসঃ
Curfew violators will face full force of law, DMP chief warns
ধানমন্ডি ২৭ নম্বরে গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ধাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের
শাহবাগে বিপুলসংখ্যক বিক্ষোভকারীর অবস্থান
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক
Those engaging in sabotage are not students, but criminals: PM
7 die in clashes in Dhaka amid protests; Over 100 injured
সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের
Read More