🎧Audio Credits :Track Title – ‘Chobbisher Guerrilla (চব্বিশের গেরিলা)’Song-written, Composed & Performed By – @CriticalMahmood, GXP, @SoMratSij, @Shooter_47_, @Rimondimon_1206, @shafayetzeeshan, @soldierbr1206, Sami TonmoyMusic Arranged & Produced By – Sami TonmoyMixed & Mastered By – Critical MahmoodRecording Studio – Hall of CriticsArtwork Designed By – Joy Chowdhury @ OPCeditVideo By – Rabby Raz @ QMGFXMusic Label – Quantize Music GroupMusic Publishing – Quantize Music Group., a division of Quantize Music Entertainment, LLC. লিরিক্স আমরা সমাজ র্যাপার কলম হাতে যোদ্ধাকোটার লাইগা কেমনে করস ছাত্র সমাজ হত্যা?আমরাই যখন রাজাকার, তাইলে ক তুই রাজা কার?সমাজ বইতে কি পড়াইলি এখন দেহি খটকা!মেধা ছাড়ে দেশ গন্ড মু্র্খ্য পালে সরকারএমন গনতন্ত্র এর লাইগা রাজাকার অই দরকার!হল-তে আইবো মেধার ধ্বনি আহে বোনের চিৎকার৷২৪-এ বুদ্ধিজীবী মারলে ক তুই Loss কার?রাজনীতি কর ভালো নীতি ছাড়া রাজ না।জ্ঞান অর্জন করবো ছাত্র পিকেটিং এর কাজ না।গুলি করস কারে তোরা চোখ খুইলা চাস না?অধিকার এর লাইগা কত লোভি তোরা লাল রক্তের খাজনা।ভাই কইসে গুল্লি করলে মাথায় মার বুকে বঙ্গবন্ধুBack Bench এ বহা বন্ধু, কেমনে চালায় বন্দুক?সাংবাদিক সব ব্যস্ত কারন বাম্পার ফলন TV তে।সাবধান পতন হইবো History গেলে Repeat এ।এই দেশটা কারো বাপের না যেহাত জাগাইলে মামলা দিবোবোনরে পিডায় পদের লাইগাটোকাই ভায়ে কামলা দিবোখবর বানায় কারা যারা ওরাই আবার পা চাঁটা!স্বাক্ষী দিবো রাবার বুলেট […]
Read More
শিল্পী: ইশতিয়াক, রাফা, শাকিব, প্রবার রিপনব্যান্ড: সোনার বাংলা সার্কাস লিরিক্স এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল। এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল॥ তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়। এই বাঁধন প’রেই বাঁধন-ভয়কে কর্ব মোরা জয়, এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল॥ তোমার বন্ধ ঘরের বন্ধনীতে কর্ছ বিশ্ব গ্রাস, আর ভয় দেখিয়েই ক’র্বে ভাবছ বিধির শক্তি হ্রাস সেই ভয়-দেখানো ভূতের মোরা ক’র্বো সর্বনাশ, এবার আন্বো মাভৈঃ বিজয়-মন্ত্র বল-হীনের বল॥ তোমরা ভয় দেখিয়ে কর্ছ শাসন জয় দেখিয়ে নয়; সেই ভয়ের টুঁটি ধর্ব টিপে কর্ব তারে লয়। মোরা আপনি ম’রে মরার দেশে আন্ব বরাভয়, প’রে ফাঁসি আন্ব হাসি মৃত্যু-জয়ের ফল॥ ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল-ঝঞ্ঝনা, এ যে মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা! এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হান্ছে লাঞ্ছনা,মোদের অশ্রু দিয়েই জ্ব’লবে দেশে আবার বজ্রানল॥
Read More
শিল্পী: শুন্যএলবাম: ভাগ্যপ্রথম প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৪ লিরিক্স আমার চোখে তুমি দেখো, আমি তো দেখিনাআমার কাঁধে দখল নিয়েও, শান্তি হলোনা,আমার হাতে তুমি ভাঙ্গো, গড়ে ছিলাম যাআমার কথায় তুমি বলো, ক্যামনে হলো তা.!আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,শোনো মহাজন, আমি নয়তো এক জনশোনো মহাজন, আমরা অনেক জন.!!শোনো মহাজন, আমি নয়তো একজনশোনো মহাজন, আমরা অনেক জন.।।তোমার খেলা দেখি বলে, দেখবো কি আ-জীবনআমার খেলা শুরু হলে, রুখবে না কেউ তখন,অনেক হলো বানর নাচন, এবার একটু শান্ত হওকিসের আমার ভালো-মন্দ, আমাকেই বুঝতে দাও.!আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে,শোনো মহাজন, আমি নয়তো এক জনশোনো মহাজন, আমরা অনেক জন.!!শোনো মহাজন, আমি নয়তো একজনশোনো মহাজন, আমরা অনেক জন.!!
Read More
শিল্পী: হান্নান ও স্নেয়ারবাইট লিরিক্স: [Intro: Sheikh Mujibur Rahman] এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইন শা আল্লাহ [Chorus: HANNAN] আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ রাস্তায় এত রক্ত কাগো? আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ রাস্তায় গুল্লি করলো কেডা? আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ রাস্তায় এত রক্ত কাগো? আওয়াজ উডা বাংলাদেশ আওয়াজ উডা বাংলাদেশ, আওয়াজ উডা বাংলাদেশ রাস্তায় গুল্লি করলো কেডা? আওয়াজ উডা বাংলাদেশ [Verse: HANNAN] আমরা বলে রাজাকার কয় দি দেশের রাজাকার ছাত্র আওয়াজ না উডাইলে দেশের ভিত্তে হাহাকার গদিত বইসে স্বৈরাচার কত কিছু সইয়া আর তর position টিক্কা থাকবো কত ভাই ক মইরা আর? নামসি বুকে পতাকা, দেশ বেচতাসোস কয় টেকা? সিলেট যহন ডুইব্বা গেসে পানি আইসে কই থেকা? আবু সাঈদরে গুল্লি করলি order দিলো কই থেকা? এবার রাস্তায় লাখো সাঈদ কইলজা থাকলে ঠেকাগা! আমার বইন যে মাইরা দিলি তর ঘরের টা মারতি তুই? তর না দেইক্ষা মাইরা দিলি নিজের ওইলে পারতি তুই? হকের কেউ খাইয়া লাইলে এমনে কি আর ছারতি তুই? একটা মারবি দশটা পাডাম আর কয়ডারে মারবি তুই? শহিদ হইলো আবু সাইদ এরপর গেলো আসিফও রাফি গেলো তারও পরে গেলো ওয়াসিম আদনানও […]
Read More