Song Name : Deshta Tomar Baper Naki (দেশটা তোমার বাপের নাকী )Artist : Mousumi ChowdhuryLyric & Tune : Md Isha Khan Ethun BabuMusic : Rosen Rahman, Md Foysol Bin FirozProducer : Ethun BabuLabel : EB Music TV Lyrics: ও দেশটা তোমার বাপের নাকি… করছো ছলাকলা কিছু বল্লেই ধরছো চেপে.. সব জনগণের গলা…. ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা কিছু বল্লেই ধরছো চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা কিছু বল্লেই ধরছো চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে নারে কাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে নারে কাম.. ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা কিছু বল্লেই ধরছো চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা কিছু বল্লেই ধরছো চেপে সব জনগণের গলা মনেরেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনেরেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাচারাম ভয় দেখিয়ে হবে নারে কাম […]
Read More
গান- সায়ান লিরিক্স [মিউজিক][সশব্দ হাসি][প্রশংসা][মিউজিক]বাংলাদেশের মাটিরসাথে বাংলাদেশের মাটির সাথে যে করেগাদ্দারি সাপের লেজায় পা পড়েছে পা পড়েছেতারি সাপেরলেজায় সাপের লেজায় পা পড়েছে পা পড়েছেতারি বাংলাদেশের মাটির সাথে যে করেবেইমানি বাংলাদেশের মাটির সাথে যে করেবেইমানি নিজের হাতে খুঁড়লো তারা তাদেরকবরখানি নিজের হাতে খুঁড়লো তারা তাদেরকবরখানি বাংলাদেশের মাটিতে যে করলোঅবহেলাবাংলাদেশের বাংলাদেশের মাটিকে যে করিলঅবহেলা বাংলাদেশের মাটিকে যে করলো হেলাফুরাবে তার খেলা বন্ধু ফুরাবে তার[প্রশংসা][মিউজিক]খেলা বাংলাদেশের মাটিকে যে চিনতে করেভুলবাংলাদেশের বাংলাদেশের মাটিকে যে চিনতেকরে ভুল আজকে না হোক কাল পরশু গুনবে সেমাসুল আজকে না হোক কাল পরশু গুনবে সেমাসুল বলো দেখি দিনের শেষে এই মাটিটাকার বলো দেখি দিনের শেষে এই মাটিটাটাকার সত্যকে যে সত্য বলে এই মাটিটাতার সত্যকে যে সত্য বলে এই মাটিটাতার বলো দেখি দিনের শেষে এই মাটিটাতার আগুনটাতেঝাঁপ দিয়েছে তারাই বারেবার আগুনটাতে ঝাঁপ দিয়েছে তারাইবারবার এই মাটিকে দুঃখ দেবে দুঃখ দেবেযে এইমাটিকে এই মাটিকে দুঃখ দেবে দুঃখদেবে এই মাটিতেই মুখ ফুপে পড়ে যেনসে এই মাটিতে মুখ টুকরে পড়বে যেনসে বলো দেখি এই মাটিতে পতন হবেকার বলো দেখি এই মাটিতে পতন হবেকার এই মাটিতে শুষে খাবার লোভ জেগেছেযা এই মাটিতে শুষে খাবার লোভ জেগেছে[প্রশংসা]দেশ बरो নেতা বড়দেশ বড় না নেতা বড়দেশ বড় না নেতা বড় সবাই প্রশ্ন করে মানুষখুশছে ঘরের রে ভাই মানুষ খুঁজছেঘরে তোমরা কারাসমস্তক্ষণ তোমরা কারাসমস্তক্ষণ তোমরা কারা সমস্তক্ষণনেতা নেতাইকরো […]
Read More
গান- সায়ান লিরিক্স [মিউজিক]যত দূরেযাও যতদূরে যাও পেছনে তাকাও শুধু পরাজয়তারই দেখা তুমি পাবে[মিউজিক]এইবার এইবারএইবার কি যেন[মিউজিক]হবে যত দূরে যাও পেছনে তাকাও শুধু পরাজয়তারই দেখা তুমি[মিউজিক]পাবে এইবার এইবারএইবার কি কেন[মিউজিক]হবে হেরে যেতে যেতে হেরে যেতে যেতে হেরেযেতে যেতে অনেক হয়েছে[মিউজিক]বেলা এইবার শুরু হোকশত্রুকালবেলা ক্রোধ ঘৃণা মাখা লজ্জা বেদনাক্রোধ ঘৃণা মাখা লজ্জা বেদনা লাঞ্চনাবঞ্চনা কিআছে সব জড়ো করে খাও এইবার এ লড়াই[মিউজিক]তোমার সব জড়ো করে রাখাও এইবার এ লড়াইতোমার[মিউজিক]কত সহস্র জনমের কত অসম্মানের ভারে পড়েআছো[মিউজিক]নয়ে অপমানে নীল কত আত্মার অতৃপ্ত লাশএখানে শুয়েকত জ্বলনের কত পতনের কত মরণের অন্তের শেষ[মিউজিক]ধাম এইবার জেগে উঠ নাফলা যতঅভিশাপ কত জননের কত মরণের কত পতনের অন্তেরশেষ ধানএইবার ভুলে যা ভুলে যা[মিউজিক]নেই হারাবার কিছু নেই আরনেই হারাবার কিছু নেই আরনেই হারাবার কিছু নেই আর নেই পালাবার পথেনেই যেন আরদেয়ালে যখন ঠেকে যায় পিঠ বাকি রয়ে যায়একটাই শুধু কাজদেয়ালে যখন ঠেকে যায় পিঠ বাকি রয়ে যায়একটাই শুধুকাজ যে আছিস যেখানে এখানে ওখানে যা আছে নাথাকার মতোই জীবনে যে আছিস যেখানে এখানেওখানে যা আছে না থাকা মতোই জীবনে তাতে দেতাতে দে তাতে দে তাতেরেশ আর কোন বার নেই এইবারসেইবার ফেরাতে হবে তো জনমের যত হারফেরাতে হবে তোজনমের যতঅপমান পাখি কই ফুল কই নদী কই চাঁদ কই চলোসব একটাই বিশ্বাসে এক হই পাখি কই ফুল কইনদী কই চাঁদ কই চলো […]
Read More
গান- সায়ান লিরিক্স [মিউজিক]এখনো এখানে বিপদ[মিউজিক]কাটেনি এখনো এখানে বিপদ কাটেনি হয়তো কখনোকাটবে না কেননা জগতে দূরে দম পথে খুব বেশিলোক হাঁটবে না খুব বেশি লোক হাঁটবে[মিউজিক]না ভাগ্যেশ তুমি তবু এসেছিলেতাই তোমার পরশ রেখে যাওয়া পথে আমিও হাঁটতেচাইভাগ্যিস তুমি তবুএসেছিলে তোমার পরশ রেখে যাওয়া পথে আমিওহাঁটতে চাইথাকস তুমি সাহস করেছোতাই আগুনের পথে পুড়ে ছাই হয় তবুও শান্তিপাই আগুনের পথে পুড়ে ছাই হয় আমি ডাক দিয়ে[মিউজিক]সেतेতে শ্যাতে এই পৃথিবীতে আজ আগুনের বড়টান শ্যাতে সেते এই পৃথিবীতে আজ আগুনেরবড়টান কারা লেখে তাই খুলে ভাষায় সব কোনসংবিধান সাথে সাথে এই পৃথিবীতে আজ আগুনেরবড়টান এমন স্বপ্ন দেখালে[মিউজিক]আমারে এমন স্বপ্ন দেখালে আমারে নাগাল সেবুঝি আসিবে না আকাশের সাপ পেলে একবারস্বপ্ন বাঁধনে থাকবে না আটকাতে তাকে পারবেনাতোমার সঙ্গে দেখা হয়ে গেলতাই আমার রক্তে তোমার সূর্য প্রতিদিন জেলেযায় তোমার সঙ্গে দেখা হয়ে গেলতাই আমার রক্তে তোমার সূর্য প্রতিদিন জেলেযায় আমার রক্তে তোমার সূর্য প্রতিদিনজ্বলেযায় আগুনের মাঝে পুড়ে ছাই হয় তবুওশান্তি[মিউজিক]পায় কত হৃদয়ের আগুনে ক্লান্তি নিভে যেতেচাওয়াকাজ কত হৃদয়ের আগুনে ক্লান্তি নিভে যেতেচাওয়া বাঁচাবার মত এই পৃথিবীতে কতটুকুইআছেআজ কত হৃদয়ের আগুনে ক্লান্তি নিভে যেতেচাওয়াআজ আঁধারে ক্রমশ গাঢ় হয়ে[মিউজিক]আসে আধারে ক্রমশ গাঢ় হয়ে আসে দিগন্ত আরোসুদূরে যায় তবু কারা যেন তাতে দাঁত চেতেবাঁচিয়ে রেখেছেভরসায় শেষটুকু তারা দেখতে চায় তোমার সঙ্গেদেখা হয়েগেছে নিরাপদ তার নিরাপদ গৃহে ফিরবে না সেতোআর তোমার সঙ্গে […]
Read More
গানঃ Parsha Lyrics- ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যাক কালোরাত আর স্মরণ করুক রেলটাকে চলে যাক নেট, নিভে যাক জাতি, হায়**নাতে খা*ক দেশটাকে চলো ভুলে যাই চোখে দেখা খু*ন ধরে নেই ওটা নাটক ছিলো ধরে নেই সব ঠিকঠাক এমন কত রাজা**কার আসলো গেলো। কত ফাইয়াজ প্রিয় জাফর আহাদ পলকেই যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লা**শের উপরে দাঁড়িয়ে চলো দেখে নেই বাতাবী লেবু লটকনে দেশ ছাড়িয়ে চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রোরেলটা জড়িয়ে মূল্যবোধের রক্তক্ষরণ আকাশ থেকেই ঝরুক মায়োপিক জাজে মুখ চে*পে ধরে উপস্থাপিকা মা**রুক আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তবু তাকে আমি ভালোবাসি দুনিয়াতে পাই নরকের স্বাদ বাংলা মা আজ বানভাসি গোঁ ধরে থাকুক আরোশের মানুষ আঁকড়ে থাকুক গদি পরে কোনো গানে ফিরবো আবার এই প্রাণটা থাকে যদি!
Read More
কথা: রাজীব জাহান ফেরদৌস গ্রাফিক্স ও এডিটিং: রাজীব জাহান ফেরদৌস এআই প্রম্পট লেখক: রাজীব জাহান ফেরদৌস লিরিক্স [মিউজিক]প্রতিদিনই নতুন রোল কেউ বোঝেনা প্যারাছাত্রলীগ করতে গিয়ে জীবন ছাড়াবেড়া আজকে সাজিসনাতন কালকেইডাক্তার আমার কষ্ট কেউ বোঝেনা ভালো লাগেনা আর রাজার মত ছিলাম আমি মাথায় ছিলকাজ সব হারিয়ে কোন আগুনে পুড়ছি আমি আজ একইজীবনের চাইতে মরণ ভালোবাপু ও কায়া কই গেলি তুই কই গেল তোর আপু[মিউজিক]মাথা হেলমেট হাতে পিস্তল সহমত ছিলামতাই তোর কথাতেই রাতের বেলা ডাকাতি করতেযাইধরা পড়ে গান গেয়েছি মার খেয়েছি ভাইজীবনটা এখন দেখে বুঝি সামনে কিছুনাই রাজার মতো ছিলাম আমি মাথায় ছিলতার সব হারিয়ে কোন আগুনে পুড়ছি আমি রাতএকি জীবনের চাইতে মরণ ভালোপাপু ও কাওয়া কই গেলি তুই কই গেল তোর আপুনতুন নতুন রূপে আমার দিন শুরু হয় ভরেরিক্সাওয়ালা সেজে খেলাম শাহাবাগের মোড়েনিজের কাঁধে নিজে নিলাম একি বিশাল পার সবহারিয়ে আজকে আমি হয়ে গেলাম আনসার[মিউজিক][প্রশংসা][মিউজিক]আহ দেখি দেখি বড় ভাই কি লিখেছেগ্রুপে এখন যাই রেডি হই নতুন কোন রূপেনতুন চমক নিয়ে আসছি দেখতে যদিচাও কাল সকালে সরাসরি সাহাবাগেযাও রাজার মতো ছিলাম আমি মাথায় ছিলতাজ সব হারিয়ে তো আগুনে পুড়ছি আমি আর একইজীবনের চাইতে মরণ ভালোবাপু ও কায়া কই গেলি তুই কই গেল তোর[মিউজিক]আপু اللہ[মিউজিক]
Read More
গানটা নিজে লিখে নিজেই সুর করে নিজে গেয়েছেন ভোলার গর্ব Asif Altaf 
Read More
Junayed saki