গান- সায়ান
লিরিক্স
[মিউজিক]
[সশব্দ হাসি]
[প্রশংসা]
[মিউজিক]
বাংলাদেশের মাটির
সাথে বাংলাদেশের মাটির সাথে যে করে
গাদ্দারি সাপের লেজায় পা পড়েছে পা পড়েছে
তারি সাপের
লেজায় সাপের লেজায় পা পড়েছে পা পড়েছে
তারি বাংলাদেশের মাটির সাথে যে করে
বেইমানি বাংলাদেশের মাটির সাথে যে করে
বেইমানি নিজের হাতে খুঁড়লো তারা তাদের
কবরখানি নিজের হাতে খুঁড়লো তারা তাদের
কবরখানি বাংলাদেশের মাটিতে যে করলো
অবহেলা
বাংলাদেশের বাংলাদেশের মাটিকে যে করিল
অবহেলা বাংলাদেশের মাটিকে যে করলো হেলা
ফুরাবে তার খেলা বন্ধু ফুরাবে তার
[প্রশংসা]
[মিউজিক]
খেলা বাংলাদেশের মাটিকে যে চিনতে করে
ভুল
বাংলাদেশের বাংলাদেশের মাটিকে যে চিনতে
করে ভুল আজকে না হোক কাল পরশু গুনবে সে
মাসুল আজকে না হোক কাল পরশু গুনবে সে
মাসুল বলো দেখি দিনের শেষে এই মাটিটা
কার বলো দেখি দিনের শেষে এই মাটিটা
টাকার সত্যকে যে সত্য বলে এই মাটিটা
তার সত্যকে যে সত্য বলে এই মাটিটা
তার বলো দেখি দিনের শেষে এই মাটিটা
তার আগুনটাতে
ঝাঁপ দিয়েছে তারাই বারে
বার আগুনটাতে ঝাঁপ দিয়েছে তারাই
বারবার এই মাটিকে দুঃখ দেবে দুঃখ দেবে
যে এই
মাটিকে এই মাটিকে দুঃখ দেবে দুঃখ
দেবে এই মাটিতেই মুখ ফুপে পড়ে যেন
সে এই মাটিতে মুখ টুকরে পড়বে যেন
সে বলো দেখি এই মাটিতে পতন হবে
কার বলো দেখি এই মাটিতে পতন হবে
কার এই মাটিতে শুষে খাবার লোভ জেগেছে
যা এই মাটিতে শুষে খাবার লোভ জেগেছে
[প্রশংসা]
দেশ बरो নেতা বড়
দেশ বড় না নেতা বড়
দেশ বড় না নেতা বড় সবাই প্রশ্ন করে মানুষ
খুশছে ঘরের রে ভাই মানুষ খুঁজছে
ঘরে তোমরা কারা
সমস্তক্ষণ তোমরা কারা
সমস্তক্ষণ তোমরা কারা সমস্তক্ষণ
নেতা নেতাই
করো তোমরা
কারা তোমরা কারা সমস্তক্ষণ
নেতা নেতাই
করো মানুষ হচ্ছে জড়ো বন্ধু মানুষ হচ্ছে
জড়ো
দেশ বড় না নেতা বড়
[মিউজিক]
দেশ বড় না নেতা বড় কোনটা তোমার
মতে মানুষ নামছে পথে রে ভাই মানুষ নামছে
পথে মানুষ নামছে পথে রে ভাই মানুষ নামছে
পথে কারা যেন নেতা
नामे মানুষ নিচ্ছে চিনে তাদের মানুষ
নিচ্ছে
চিনে মানুষ নিচ্ছে চিনে তাদের মানুষ
নিচ্ছে
চিনে জেগেই ছিল জেগেই আছে ঘুমের করে
ভার সময় মতন ছোবল বসা বাংলার
সন্তান জেগে
ছিল জেগেই আছে ঘুমের করে
ভান সময় মতন শুনতে পাবে বাংলাদেশের
গান সময় মতন শুনতে পাবে বাংলাদেশের
গান জেগেই ছিল জেগেই আছে জেগেই তারা
রয় জেগেই ছিল জেগেই আছে জেগেই তারা রয়
তাদের তুমি আমলের
না তাদের তুমি আমলে তাদের করো
ভয় জেগেই ছিল জেগেই আছে বাংলাদেশের
প্রাণ জেগেই ছিল জেগেই আছে বাংলাদেশের
প্রাণ শত্রু যারা বাইরে ধরে
শত্রু যারা ভাইরে
ঘরে
সাবধান সাবধান
[মিউজিক]
Sorry, the comment form is closed at this time.