গানঃ Parsha
Lyrics-
ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি
কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি
আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে
তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে
জাতি ভুলে যাক কালোরাত আর স্মরণ করুক রেলটাকে
চলে যাক নেট, নিভে যাক জাতি, হায়**নাতে খা*ক দেশটাকে
চলো ভুলে যাই চোখে দেখা খু*ন
ধরে নেই ওটা নাটক ছিলো
ধরে নেই সব ঠিকঠাক এমন
কত রাজা**কার আসলো গেলো।
কত ফাইয়াজ প্রিয় জাফর আহাদ
পলকেই যায় হারিয়ে
বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি
লা**শের উপরে দাঁড়িয়ে
চলো দেখে নেই বাতাবী লেবু লটকনে দেশ ছাড়িয়ে
চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রোরেলটা জড়িয়ে
মূল্যবোধের রক্তক্ষরণ আকাশ থেকেই ঝরুক
মায়োপিক জাজে মুখ চে*পে ধরে উপস্থাপিকা মা**রুক
আমার শ্মশান বাংলা ভালো নেই আজ
তবু তাকে আমি ভালোবাসি
দুনিয়াতে পাই নরকের স্বাদ
বাংলা মা আজ বানভাসি
গোঁ ধরে থাকুক আরোশের মানুষ আঁকড়ে থাকুক গদি
পরে কোনো গানে ফিরবো আবার এই প্রাণটা থাকে যদি!
Sorry, the comment form is closed at this time.