- আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে এলাকায় এলাকায় ‘ব্লক রেইড’ পরিচালনা শুরু হয়। ডিবি আরও দুই সমন্বয়ক, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় এবং পরে জানায় যে সমন্বয়কদের ‘নিরাপত্তা হেফাজতে’ রাখা হয়েছে।
- একই দিনে ১৪টি বিদেশি মিশন সরকারের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়।
- ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ভাঙচুরের মামলায় দড়ি দিয়ে বেঁধে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় যা দেশে-বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হয়।
- শেখ হাসিনা এদিন দেশের অর্থনীতিকে পঙ্গু করতে এমন সহিংসতা চালানো হয়েছে বলে মন্তব্য করেন।
শনিবার ২৭ জুলাই, ২০২৪
ডিবি হেফাজতে আরও দুই সমন্বয়ক: ১৪ বিদেশী মিশনের সরকারের প্রতি আহ্বান
BDvictoryJuly 27, 2024টাইমলাইন0 comments
0
Sorry, the comment form is closed at this time.