তাজ হাশমি

দক্ষিণ এশিয়া এবং ইসলামিক বিষয়ক একজন বিশিষ্ট গবেষক এবং শিক্ষাবিদ

জন্ম তারিখ১৯৪৮
জন্মস্থানভারতের আসাম
শিক্ষাগত যোগ্যতাবিএ (অনার্স), ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়,
এমএ, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়,
পিএইচডি, আধুনিক দক্ষিণ এশিয়ার ইতিহাস, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়
কর্মজীবনশিক্ষকতা: ঢাকা বিশ্ববিদ্যালয়, কার্টিন বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, অস্টিন পে স্টেট ইউনিভার্সিটি
বিষয়: ইসলামিক ইতিহাস, আধুনিক দক্ষিণ এশীয় ইতিহাস, সাংস্কৃতিক নৃবিজ্ঞান, নিরাপত্তা অধ্যয়ন
হাওয়াইয়ের হনলুলুতে এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ-এ মার্কিন প্রতিরক্ষা বিভাগের নিরাপত্তা অধ্যয়নের অধ্যাপক
অন্যান্যপ্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় বর্তমান বিষয় এবং বৈশ্বিক সংঘাতের নিয়মিত ভাষ্যকার,
গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির ফেলো,
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং মোনাশ ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো,
কনটেম্পরারি সাউথ এশিয়া এবং জার্নাল অফ সাউথ এশিয়ান স্টাডিজের সম্পাদকীয় বোর্ডের সদস্য,
বেশ কয়েকটি প্রকাশকের পাণ্ডুলিপির নিয়মিত পর্যালোচনাকারী
প্রকাশিত বইবাংলাদেশে নারী ও ইসলাম: বশ্যতা ও অত্যাচারের বাইরে (2000)
কৃষক ইউটোপিয়া হিসাবে পাকিস্তান: পূর্ব বাংলায় শ্রেণী রাজনীতির সাম্প্রদায়িকীকরণ, 1920-1947 (1992)
ঔপনিবেশিক বাংলা (বাংলায়) (1985)
ইসলাম, মুসলিম এবং আধুনিক রাষ্ট্র (সমন্বিত) (1994 এবং 1996)
বর্তমান অবস্থানটরন্টো, অন্টারিও

ছবি গ্যালারী


ভিডিও গ্যালারী


Sorry, the comment form is closed at this time.