আমার রক্তের দাম দে

BDvictoryAugust 24, 2024গান0 comments

🎧Audio Credits :
Track Title – ‘Daam De’
Sang By – ‪Syed Abir Ahmed aka ‘Crown Engine’
Song-written & Composed By – Syed Abir Ahmed aka ‪@crownengine1207‬
Music Arranged & Produced By – ‪Nafis Islam aka ‪@NAFBOOM‬
Recorded, Mixed & Mastered By – Hall of Critics
Artwork Designed By – Raptor Bhai


📝 লিরিক্স:

আমার রক্তের দাম দে, আমার স্বপ্নের দাম দে
ইতিহাস বদলায় ইতিহাস
তোর আর আমার রক্তের গন্ধে
সমাজটা কবজায় অন্ধে
দোয়া কর তোগো কৃতকর্মের
মানচিত্র কারা পোড়ায় আর কারা আকাশে তুলে গর্বে (2x)

বাতাসে লাশের গন্ধ কার হাতে বন্দুক কে গুলি চালায়
বদলায় গেসে তাপমাত্রা, হাতে রামদা নিরীহর খুলি ফালায়
৫২ হুনসি ২৪ দেখসি, শহীদরা কেমনে জন্মায়
বারূদ ভরা গ্রেনেড সামনে আয়া পড়ে শরীল ঝলসায়

একদল ওগো বিবেগ হারায়, বুদ্ধি লইয়া ফয়েল এ গালায় (খোর)
দেশপ্রেম সবাই মারায় রফিক জব্বার মরলে সৈয়দ রাফি খাড়ায়
সব হিসাব আসে খাতায়, কার হাত রাখসোস মাথায়
মা বইনের ইজ্জত কইরা তোর অবিভাবক কেমনে সংসার পাতায়

মাইক ধরসি মানে সাংঘাতিক, হিজলা এহানে সব সাংবাদিক
কি লাভ হইবো Journalism এর Justice লইয়া তোরা জানাজা দিস
কাটা পর্ব জিব্বা কথা কইলে এডাই আমগো Freedom of speech
Fuck the system, fuck the rulers, fuck the pedos, fuck the লীগ

আমার ভাইয়ের রক্তের দাম দে, আমার বইনের রক্তের দাম দে,
আমার সোনার স্বাধীন বাংলা আমার ভাইয়ের লাশ আমার কাঁধে
৮ বীর শ্রেষ্ঠ্যের নাম নে, পতাকা কপালে বান দে
পোশাক পড়া দানব থেইকা সাবধান ওগো রাখসে-ই মানুষ মারতে

আমার রক্তের দাম দে, আমার স্বপ্নের দাম দে
ইতিহাস বদলায় ইতিহাস
তোর আর আমার রক্তের গন্ধে
সমাজটা কবজায় অন্ধে
দোয়া কর তোগো কৃতকর্মের
মানচিত্র কারা পোড়ায় আর কারা আকাশে তুলে গর্বে (2x)

Pedophile ফাপর ইকবাল, লাল কর এডির থাবড়ে গাল
মুক্তাদির আসল influencer বাকি সব ছাগলের পাল
রাইত ৩টায় ঠোলার attack, tear gas এর ধুঁয়ায় চোখ মুখ কান
শিক্ষকরাই ভক্ষক এখন সবডিরে জনসম্মুক্ষে আন

তোরো না আমারো না প্রশ্ন তাইলে এ দেশ কার?
মানচিত্র ভাইঙ্গা ছুইড়া, জনগণরে লাগা এক সার
প্রতিবাদ হোক খোলা হিসাব, মাথা ফাইটা আমার বইনের আজ
কত বড় মাদার তোরা মা বইনের গায়ে লাঠি চালাস

মুক্তিযোদ্ধা যুদ্ধ করসে মাগনা কোটা পাওয়ার লাভে না
পঙ্গু হইবো জাতি, ওগোর ব্রেন আর এহন কোনো কামের না
পাবলিক এহন ধান্দা বুঝে, নীতি কথা আর চাইপেন না
কোকিল কইয়া কাক ধরানো, দেশটা তো কারো বাপের না

শিক্ষাই জাতির মেরুদন্ড, ভাষাই আমার মূল অস্ত্র
১৬ জুলাই আকাশ এর রং যেন টকটকে লাল রক্ত
Salute ওই বাপরে যে রাস্তায় নাইমা দিসে সৎ সাহস
পতন হইবো আশুরায় যেমন হইসে Fir’aun ধ্বংস।

আমার রক্তের দাম দে, আমার স্বপ্নের দাম দে
ইতিহাস বদলায় ইতিহাস
তোর আর আমার রক্তের গন্ধে
সমাজটা কবজায় অন্ধে
দোয়া কর তোগো কৃতকর্মের
মানচিত্র কারা পোড়ায় আর কারা আকাশে তুলে গর্বে (2x)

Sorry, the comment form is closed at this time.