শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ: এটর্নি জেনারেলকে স্মারকলিপি প্রদান

BDvictoryJune 09, 2024টাইমলাইন0 comments
  • সকাল এগারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার চত্বর থেকে কোটা ব্যাবস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলা ভবন, সূর্যসেন হল, রেজিস্টার ভবন ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
  •  “ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ” ব্যানারে আন্দোলনকারীরা ৩০ জুন পর্যন্ত দাবি মেনে নেয়ার আল্টিমেটাম ঘোষণা দেয়। বেশ কয়েকশত ছাত্র ও কিছু ছাত্রী এই কর্মসূচীতে অংশ নেয়। 
  • চট্রগ্রাম ও বরিশালেও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচী পালন করে।
  • হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ  আপিল আবেদন করে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এনায়েতুর রহিম তা স্থগিত না করে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানির জন্য ৪ জুলাই দিন নির্ধারণ করে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করে বলেন, “তিনি শিক্ষার্থীদের মন্ত্রী নন।” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের অক্ষমতা ঢাকার জন্য ব্যবহার করবেন না।”
  • শিক্ষার্থীরা জুন মাসের মধ্যে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবি করেন এবং সময়সীমার মধ্যে তা না হলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেন।
  • সমাবেশ শেষে তারা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন। একই দিনে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের তরফ থেকে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ জুলাই দিন নির্ধারণ করা হয়।

নিউজ ক্লিপসঃ

কোটা পুনর্বহালের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ (প্রথম আলো)

কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের (প্রথম আলো)

DU students protest quota reinstatement (The Daily Star)

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, হাইকোর্টের রায় চেম্বারে বহাল (সমকাল)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও বিক্ষোভ,আলটিমেটাম (প্রথম আলো)

Students threaten nationwide movement against FF quota (New Age)

কোটা বাতিলে বিক্ষোভ অবরোধ আলটিমেটাম (যুগান্তর)

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে (দৈনিক ইত্তেফাক)

Sorry, the comment form is closed at this time.