কোটা সংস্কারপন্থীদের মুক্তিযুদ্ধবিরোধী বললেন শিক্ষামন্ত্রী

BDvictoryJune 08, 2024টাইমলাইন0 comments
  • কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদমিনারে মানববন্ধন।
  • পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শেখ হাফিজুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাইফ হাসান ও আরিফ সোহেল।  
  • মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
  • ভারতের প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে দিল্লিতে পৌঁছান।
  • শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, “৭০-এর নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে ২০ শতাংশ ভোট যায়নি। সেই ২০ শতাংশ মুক্তিযুদ্ধবিরোধী। তাদের বংশধররা সরকারী আনুকূল্য পেয়ে বড় হয়েছে এবং এখন এই শক্তিটাই মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করছে।”

নিউজ ক্লিপসঃ

JU students rally against FF quota reinstatement in govt jobs (The Financial Express)

ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা (দৈনিক ইত্তেফাক)

বিভিন্ন দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ৩৫ জন শিক্ষার্থী গনভবনের দিকে পদযাত্রা করে যাওয়ার সময় শাহবাগ এলাকায় পুলিশ তাদের আটকে দেয়- আব্দুল গনি (দৈনিক ইত্তেফাক)

কোটা নিয়ে উচ্চ আদালতের রায়কে সম্মান দেখানো উচিত। শিক্ষামন্ত্রী (দৈনিক জনকণ্ঠ)

‘মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য রাখা কোটা নিয়ে প্রশ্ন করা দুঃখজনক’ (মানবজমিন)

Sorry, the comment form is closed at this time.