- ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে আজ রোববারের বাংলা ব্লকেডে কার্যত অচল হয়ে পড়ে ঢাকার বড় অংশ।
- বিক্ষোভকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন যে বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়া উচিত।
- আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, ‘আজ (রোববার) আমরা শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি। কাল ফার্মগেট পার হয়ে যাব।’ কাল বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের জমায়েত হবে জানিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কোনো আবাসিক হলে বাধা দেওয়া হলে আমাদের জানাবেন। আমরা সম্মিলিতভাবে সেই হল ঘেরাও করব।’
- পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুধু ঢাকাতেই তারা আটটি স্থানে সড়ক অবরোধ করেন। কেন্দ্রীয়ভাবে শাহবাগ মোড় অবরোধ করা হয়।
- একদল আন্দোলনকারী শিক্ষার্থী বিকেলে রাজধানীর চানখাঁরপুল মোড় অবরোধ করেন। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ইডেন মহিলা কলেজের ছাত্রীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন। আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
- প্রতিটি অবরোধের স্থানেই পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।
- শাহবাগ মোড়ের অবরোধে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বক্তব্য দেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। সন্ধ্যার দিকে এই তিন নেতাসহ আরেক নেতা আসিফ মাহমুদকে পুলিশ ডেকে নিয়ে কথা বলে। ফিরে এসে তাঁরা সাংবাদিকদের বলেন, তাঁরা কোনো আপসে যাবেন না।
- নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের আন্দোলন বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে কর্মসূচি পালন করেছেন। আমাদের আদালত দেখিয়ে লাভ নেই, আমরা আপনাদের সংবিধান দেখাচ্ছি। আমরা আশা করি, প্রধানমন্ত্রী এবারও শিক্ষার্থীদের মতের পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটার বিষয়ে চূড়ান্ত সুরাহা দেবেন।’
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচী পালন করেন।
- বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার ৭ জুলাই, ২০২৪
বাংলা ব্লকেডে অচল দেশ: বিক্ষোভকে অযৌক্তিক বললেন প্রধানমন্ত্রী
BDvictoryJuly 07, 2024টাইমলাইন0 comments
0
Sorry, the comment form is closed at this time.