- আজ শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের পাশাপাশি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে। ঢাকা-আরিচা মহাসড়কের এক পাশে মানববন্ধন করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।
সাংগঠনিকভাবে ছাত্রলীগ নীরব থাকলেও সংগঠনটির নেতা-কর্মীদের অনেকে ভয়ভীতি দেখিয়ে চলমান আন্দোলন থেকে তাঁদের বিরত রাখার চেষ্টা করছেন। বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। - এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে আজ বৃহস্পতিবার রাতে হলছাড়া করার চেষ্টা করা হয়।
- সারজিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে থাকেন। তাঁকে জোর করে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। খবর পেয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী ওই হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
- এই আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
- চট্টগ্রাম শহরের ২ নম্বর গেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। - বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
খুলনার জিরো পয়েন্ট এলাকায় গতকাল বিকেলে অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনে সমর্থন
- কোটাবিরোধী চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ‘যৌক্তিক ও ন্যায্য’ উল্লেখ করেছে সাদা দল।
- সরকারি চাকরিতে কোটার বিষয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাসদ।
- এক সমাবেশে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত দেশের স্বার্থবিরোধী বিভিন্ন সমঝোতা স্মারকের’ প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দ্বিতীয় বারের মতন আবারো এক বছর বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপির দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
Sorry, the comment form is closed at this time.