নাহিদ ইসলাম-এর ঘোষণা ও রাবি’তে মানব বন্ধন

BDvictoryJune 30, 2024টাইমলাইন0 comments
  • কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি মূলত তিনটি—২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সব গ্রেডে সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে কোটা পুনর্বণ্টন বা সংস্কার; চাকরির পরীক্ষায় কোটাসুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা ও কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।
  • দাবি আদায়ে ১ জুলাই (আগামীকাল) সব বিশ্ববিদ্যালয়ে একযোগে ছাত্রসমাবেশে করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চলবে।
  • পত্রিকার শেষ পাতায় এক কলাম ৮ ইঞ্চি রিপোর্ট ছাপা হয়। এটা কোন প্রেস রিলিজ বা কর্মসূচীর সংবাদ ছিল না। 
  • সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এর আগে ৬ জুন শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে একই কর্মসূচি পালন করেছিলেন।
  • কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘মেধাবীদের কান্না আর না আর না’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘কোটা প্রথায় নিয়োগ পেলে, দুর্নীতি বাড়ে প্রশাসনে’, ‘মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো’ ইত্যাদি।
  • কর্মসূচি চলাকালে বক্তব্য দেন  পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ আমান সহ অন্তত ১৫ জন শিক্ষার্থী। তারা বলেন, সরকারি চাকরিতে ১০ শতাংশ কোটা থাক।

নিউজ ক্লিপসঃ

মার্কিন ভিসা নীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি: তথ্যমন্ত্রী


কোটা সংস্কারের দাবিতে কাল থেকে আবার আন্দোলন

Sorry, the comment form is closed at this time.