- দৈনিক প্রথমআলো কাগজ সংস্করণের ৮ম পাতার সম্পাদকীয় পাতায় অধ্যাপক আসিফ নজরুলের কলাম- কোটাঃ জেদ বা আবেগ নয়, প্রয়োজন সুবিবেচনা।
- পত্রিকার শেষের পাতায় গতকালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের ছবি সহ সংবাদটি ছাপা হয়।
- ভারত সফর শেষে আজ রাতে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরেছেন।
- ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন।
- ঈদের ছুটি শুরু হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়ে। এ অবস্থায় ১০ জুন দাবি মানতে সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলনে বিরতি টানা হয়।
- পহেলা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশের কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
সোমবার ১০ জুন, ২০২৪
১০ জুন থেকে ৩০ জুন: জুনের আল্টিমেটাম: জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশ
BDvictoryJune 10, 2024টাইমলাইন0 comments
0
Sorry, the comment form is closed at this time.