১০ জুন থেকে ৩০ জুন: জুনের আল্টিমেটাম: জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশ

BDvictoryJune 10, 2024টাইমলাইন0 comments
  • দৈনিক প্রথমআলো কাগজ সংস্করণের ৮ম পাতার সম্পাদকীয় পাতায় অধ্যাপক আসিফ নজরুলের কলাম- কোটাঃ জেদ বা আবেগ নয়, প্রয়োজন সুবিবেচনা।
  • পত্রিকার শেষের পাতায় গতকালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের ছবি সহ সংবাদটি ছাপা হয়। 
  • ভারত সফর শেষে আজ রাতে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরেছেন।
  • ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন। 
  •  ঈদের ছুটি শুরু হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়ে। এ অবস্থায় ১০ জুন দাবি মানতে সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলনে বিরতি টানা হয়। পহেলা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশের কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।


নিউজ ক্লিপসঃ

মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে লেখক বা আলেখক নয়, প্রয়োজন সুবিবেচনা (প্রথম আলো)

চাকরিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও বিক্ষোভ, আলটিমেটাম (প্রথম আলো)

কোটা নিয়ে কেন এই বিতর্ক? (মানবজমিন)

কোটা পুনর্বহালের প্রতিবাদে সোমবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা (দৈনিক জনকণ্ঠ)

Sorry, the comment form is closed at this time.