সংঘর্ষ, হামলায় ৬ আন্দোলনকারী নিহত: গায়েবানা জানাজা ও কফিন মিছিল

BDvictoryJuly 16, 2024টাইমলাইন0 comments
  • সারা দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগসহ সরকার সমর্থকেরা হামলা চালায়, এতে ছয়জন নিহত হন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের বুলেটে নিহত হন, যার সচিত্র ছবি প্রকাশিত হয়। আবু সাঈদের পুলিশের তাক করে থাকা বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকার ছবি ছাত্রজনতার প্রতিবাদ এবং বিদ্রোহের প্রতীক হয়ে ওঠে।
  • আন্দোলনকারী শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা। নিহত ব্যক্তিদের স্মরণে বুধবার গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন তাঁরা।
  • বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘আন্দোলন আসবে, যাবে, কিন্তু ছাত্রলীগ থাকবে। সবকিছুই মনে রাখা হবে এবং জবাব দেওয়া হবে।’
  • আগের দিন নিহতদের ‘গায়েবানা জানাজা’ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এর পরদিন আন্দোলনকারীরা সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে; হাসপাতাল ও জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। আন্দোলনকারীরা স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিবাদে যোগদানের আহ্বান জানান এবং সাধারণ নাগরিকদেরও সমর্থন জানিয়ে পাশে থাকার অনুরোধ করেন।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিতাড়ন করে ‘রাজনীতিমুক্ত’ ঘোষণা।

নিউজ ক্লিপসঃ

‘রাষ্ট্রদ্রোহীমূলক অপরাধ’

প্রথমে দেখাল হাইকোর্ট, পরে অস্ত্রের ব্যবহার

ছাত্রদল-শিবির হামলা চালিয়েছে ছাত্রলীগের ওপর

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা কাপুরুষোচিত: মির্জা ফখরুল
ক্যাম্পাসে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত: ওবায়দুল কাদের

নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী

Govt won’t allow any unstable situation to develop: FM

Sorry, the comment form is closed at this time.