- চীন সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ”কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছু করার নেই।”
- ওই সংবাদ সম্মেলনে এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন প্রধানমন্ত্রীকে উস্কানিমূলকভাবে প্রশ্ন করেন, “মেধার পরীক্ষার সব ধাপ পেরিয়ে আপনার সামনে যদি দুজন সমান মেধাবী থাকেন, তাদের একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন রাজাকারের সন্তান; আপনি কাকে চাকরি দেবেন?”
- উত্তরে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে।
- তিনি প্রশ্ন রাখেন, ”মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?”
- সংবাদ সম্মেলনের ওই প্রশ্নটি এবং তার জবাবে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে রাজাকার প্রসঙ্গটি ইতিমধ্যে স্পর্শকাতর হয়ে ওঠা আন্দোলনকে ভিন্ন মাত্রায় নিয়ে যায়।
রবিবার ১৪ জুলাই, ২০২৪
প্রধানমন্ত্রীর চীন সফর-পরবর্তী সম্মেলনে রাজাকার- মুক্তিযোদ্ধা বিতর্ক
BDvictoryJuly 14, 2024টাইমলাইন0 comments
0
Sorry, the comment form is closed at this time.