- ষষ্ঠ সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ডিবি কর্তৃক তুলে নেয়া হয়। এই দিন ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে ডিবি প্রধান হারুনের সাথে এক টেবিলে বসে খাওয়ার সময়ের ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় (পরে সমন্বয়করা জানান তাদের অনিচ্ছায় খাবারের আয়োজন এবং ভিডিও করা হয়)।
- ডিবি হেফাজতে থাকা অবস্থাতেই একটি ভিডিও ও লিখিত বিবৃতিতে আন্দোলন শেষ করার ঘোষণা দেন ছয় সমন্বয়ক। (পরবর্তীতে মুক্তি পেয়ে সমন্বয়কেরা জানান তাদেরকে এই লিখিত বক্তব্যটি পাঠ করতে বাধ্য করা হয়)।
- তবে বাইরে থাকা অন্য সংগঠকরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। হেফাজতে থাকা ছয়জনকে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হয়। এদিন সরকার আনুষ্ঠানিকভাবে আন্দোলনে ১৪৭ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে।
- ১০ দিন পর মোবাইল ইন্টারনেট সচল করা হয়।
রবিবার ২৮ জুলাই, ২০২৪
ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের আন্দোলন “প্রত্যাহার”: বলপ্রয়োগে ঘোষণা আদায়ের অভিযোগ করে ছাত্রজনতার প্রত্যাখ্যান
BDvictoryJuly 28, 2024টাইমলাইন0 comments
0
Sorry, the comment form is closed at this time.