- জাতিসংঘ একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয়, এ প্রস্তাবকে স্বাগত জানায় সরকার প্রধান।
- সরকার সন্ত্রাসবিরোধী আইনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
- এদিন ডিবির হেফাজত থেকে ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। রাতে ছাড়া পাওয়া অন্যতম সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে লেখেন, ‘ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কীভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত, সেগুলো কীভাবে নিবৃত্ত করবেন?’
- সারজিস যুক্ত করেন, ‘পরিশেষে এটুকু বলতে চাই, এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যেকোনো কিছু মোকাবিলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যত দিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, তত দিন এ লড়াই চলবে।’
- এই সময় আগস্ট মাস শুরু হলেও আন্দোলনকারীরা ০১ আগস্টকে ৩২ জুলাই হিসেবে গণনা করে। সমন্বয়করা বলেন “জুলাই গণহত্যার বিচার না করে আমরা আগস্টে যাবো না।”
বৃহস্পতিবার ১ আগস্ট, ২০২৪
ছয় সমন্বয়ক মুক্ত; জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
BDvictoryAugust 01, 2024টাইমলাইন0 comments
0
Sorry, the comment form is closed at this time.