চূড়ান্ত গণঅভ্যুত্থান:শেখ হাসিনার পদত্যাগ ও দ্বিতীয় বিজয়

BDvictoryAugust 05, 2024টাইমলাইন0 comments
  • ‘মার্চ টু ঢাকা’-এর আহ্বানে সাড়া দিয়ে লক্ষ মানুষে উত্তাল জনসমুদ্র কারফিউ ভেঙে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে। দুপুর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। (দিনব্যাপী সংঘর্ষে মৃত্যু শতাধিক)
  • সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেশব্যাপী আবারো ইন্টারনেট ব্ল্যাকআউট। এর মাঝে ছাত্রজনতা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ঢাকায় প্রবেশ করে। আইনশৃঙ্খলা বাহিনী এসময় নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং থানার অভ্যন্তরে অবস্থান নেয়। আন্দোলন চূড়ান্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়।
  • এর পরেও প্রধানমন্ত্রী আরও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাইলে তাকে জানানো হয় যে, এই ধরনের ব্যবস্থা অকার্যকর হবে।
  • এদিকে কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দসহ হাজারো ছাত্রজনতা শাহবাগে অবস্থান নেয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা শাহবাগ এলাকা। এরই মধ্যে খবর পাওয়া যায় যে লাখো মানুষ গণভবন অভিমুখে যাত্রা শুরু করেছে।
  • সেনাপ্রধান দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা করেন (ভাষণটি বিকেল ৪টার দিকে টেলিভিশনে প্রচারিত হয়)। সেনাপ্রধান এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা।
  • তীব্র জনরোষের মুখে প্রাণভয়ে একটি কার্গো হেলিকপ্টারে দেশ ছাড়েন ১৬ বছর দেশ শাসন করা পরাক্রমশালী প্রধানমন্ত্রী। জানা যায় যে তিনি দেশত্যাগের জন্য মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন। দুপুর ২:৩০ মিনিটের দিকে শেখ হাসিনাকে নিয়ে হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়।
  • হাসিনা সরকারের পতন উদযাপন করতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে সাধারণ জনগণ।
  • সরকার পতনের পর লক্ষ লক্ষ মানুষ আনন্দ মিছিলে শামিল হয় ও মিষ্টি বিতরণ করে। শুরু হয় বাংলাদেশের একটি নতুন যাত্রা।

নিউজ ক্লিপসঃ

সারাদেশে ভাঙচুর আগুন, পিটিয়ে ও গুলিতে নিহত ৭৭ (সমকাল)

Curfew violators will face full force of law, DMP chief warns (Dhakatribune)

Protest organisers to place framework for nat’l govt tonight (Daily Star)

ক্ষমতাচুাত শেখ হাসিনার দেশত্যাগ, ভারতের জন্য কী বার্তা (প্রথম আলো)

ফ্যাসিবাদের দোসর-সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না, বলছেন সমন্বয়কেরা (প্রথম আলো)

প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, হবে অন্তর্বর্তী সরকার: সেনাপ্রধান (প্রথম আলো)

ভারতের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছালেন দেশত্যাগী শেখ হাসিনা (প্রথম আলো)

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা (প্রথম আলো)

ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বসবেন সেনাপ্রধান (প্রথম আলো)

আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান (প্রথম আলো)

ছাত্র-জনতার রক্তে ভেজা বিজয় (সমকাল)

ছাত্র-জনতার বিজয়, হাসিনার বিদায় (প্রথম আলো)

সেনাসমর্থিত কোনো সরকার সমর্থন করা হবে না (প্রথম আলো)

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু (প্রথম আলো)

শেষ সময়েও বলপ্রয়োগ করে থাকতে চেয়েছিলেন হাসিনা (প্রথম আলো)

Hasina resigns, flees to India (New Age)

Army chief calls for calm, pledges justice for killings (New Age)

আগস্ট সারাদেশে প্রতিহিংসার আগুন হামলা-ভাঙচুর, নিহত ৫৬ (যায়যায়দিন)

None who supports fascism can remain in government (Daily sun)

Help restore peace and discipline Army chief urges the nation (Daily Star)

Sorry, the comment form is closed at this time.