- অন্যতম দুই সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু বাকের ১৯ জুলাই নিখোঁজ হন। পরে জানা যায় তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক তুলে নিয়ে অবরুদ্ধ করে রাখে।
- সারাদেশ কমপক্ষে ৭৫ জন নিহত হন। এদিন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপকভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করতে দেখা যায়।
- আন্দোলনের সমন্বয়কেরা প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ ৯ দফা দাবি ঘোষণা করেন। আন্দোলনকারীরা জানান, ৯ দফা দাবি না মানা পর্যন্ত চলবে ‘শাটডাউন’।
- এদিন মধ্যরাত থেকে সরকার দেশব্যাপী কারফিউ ঘোষণা করে এবং সেনা মোতায়েন করে।
শুক্রবার ১৯ জুলাই, ২০২৪
অন্তত ৭৫ জন নিহত, ৯ দফা ঘোষণা: মধ্যরাতে দেশব্যাপী কারফিউ জারি
BDvictoryJuly 19, 2024টাইমলাইন0 comments
0
Sorry, the comment form is closed at this time.